নেটিজেনদের মন কাড়ল অসমের বাঘ, হলুদ নয় তার গায়ের বর্ণ সোনালী

Published : Jul 12, 2020, 07:37 PM IST
নেটিজেনদের মন কাড়ল অসমের বাঘ, হলুদ নয় তার গায়ের বর্ণ সোনালী

সংক্ষিপ্ত

নেট দুনিয়ায় ভাইরাল অসমের সোনালি বাঘ ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল  বিরল প্রজাতির এই বাঘ প্রায় লুপ্ত প্রায়   

অসমের কাজিরাঙ্গার জঙ্গলে দেখা মিলল দেশের একমাত্র সোনালি বাঘিরীর। আর বিলর প্রজাতির এই বাঘকেই চটজলডি ক্যামেরা বন্দি করেছেন ময়ূরেশ হেনদ্রে। আর সেই ছবিই গত দুদিন ধরে ভাইরাল নেটদুনিয়ার।সোশ্যাল মিডিয়ায় অবশ্য  এই ছবি দিয়েছেন বনবিভাগের অধিকর্তা পারভিন কাসওয়ান। 


পারভিন কাশওয়ান ছবি শেয়ার করার পাশাপাশি লিখেছেন, ভারতে একটি সোনার বাঘ রয়েছে। ২১ শতকে ওয়াল্ডিড ক্যাট প্রজাতির এই প্রাণি দেখতে পাওয়া গেছে। পাশাপাশি সোনালি বাঘের সৌন্দর্যের দিকেও নজর দেওয়ার কথা বলেছেন তিনি। 


এই বাঘ দেখতে অনেকটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতই। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের গয়ের রঙ হলুদ। তারওপর কালো রঙের ডোরা কাটা থাকে। কিন্তু সোলানি বাঘের গায়ের রঙ কমলা। তারওপর থাকে হলুদের ডোরা। অসাধারণ সুন্দরী এই বাঘের প্রেমেই মোজেছেন নেটিজেনরা। 


স্ট্রবেরি টাইগার বা ট্যাব্বি টাইগার নামেও পরিচিত  গোল্ডন টাইগার। কাশওয়ান আরও জানিয়েছেন সোনালি বাঘ খুবই বিরল প্রজাতির। জিন মিউটেশনের কারণে ঘটেছিল। ২০১৯ সালেও একবার ক্যামেরার সামনে এসেছিল সোনালি বাঘিনী। সেই ছবিও শেয়ার করেছেন বনদফতরের কর্তা। 

PREV
click me!

Recommended Stories

বড় ঘোষণা! বছরের শুরুতে পেনশনভোগীদের দুর্দান্ত উপহার দিল মোদী সরকারের
Today live News: Share Market Today - লক্ষ্মীবারে বাজারের পতনের পর, আজ নজরে রাখতে পারেন এই স্টকগুলি