আর দশ ঘন্টার বেশি নাইট ডিউটি নয়, ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নয়া নিয়ম, উপকৃত হবেন কারা?

Published : Oct 31, 2025, 08:09 AM IST

পাইলটদের ক্লান্তি কমাতে এবার থেকে নাইট ডিউটির সময়সীমা ১৩ ঘণ্টা থেকে কমিয়ে ১০ ঘণ্টা করা হচ্ছে। ডিজিসিএ-র এই নতুন নিয়ম ১ নভেম্বর থেকে চালু হবে, যার ফলে আন্তর্জাতিক রুটে বিমান সংস্থাগুলির খরচ এবং বিমান ভাড়া বাড়ার সম্ভাবনা রয়েছে। 

PREV
15

এবার থেকে আর দশ ঘন্টার বেশি নাইট ডিউটি নয়। জারি হল এমনই নির্দেশিকা। ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নয়া নিয়ম। এতে উপকৃত হত চলছেন হাজার হাজার কর্মী। ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন। এতে পাইলটদের সময় কমছে। উল্টে এই কারণে অতিরিক্ত পাইলট ও এয়ারহস্টেস নিয়োগ করা হবে।

25

জানা গিয়েছিল, অতিরিক্ত ডিউটির ফলে পাইলটরা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছেন। ককপিটে মনঃসংযোগের ঘাটতি হচ্ছে। এতে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। তাদের এই দাবি মেনে নতুন ২২টিধারা বা ক্লজ তৈরি করেছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশিন (ডিজিসিএ)। যার মধ্যে ১৫টি ক্লজ ১ জুলাই থেকে চালু হয়ে গিয়েছে।

35

বাকি সাতটি নিয়ে চলছিল টানাপড়েন। পাইলট সংগঠন ও এয়ারলাইন্সগুলোর মধ্যে আইনি লড়াই শুরু হয়। নিয়ম শিথিলের জন্য এয়ারলাইন্সগুলোর তরফে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও জানানো হয়েছিল। এতে লাভ হয়নি।

45

এবার থেকে বদল হতে চলেছে নিয়ম। ১ নভেম্বর থেকে নতুন নিয়ম চালু হবে। এতদিন নাইটে টানা ১৩ ঘন্টা ডিউটি করতে হত। এবার থেকে আর ১০ ঘন্টার বেশি ডিউটি নয়। এতে সমস্যা হবে মূলত আন্তর্জাতিক রুটে। যেগুলো চলে আট ঘন্টা বা তার বেশি সময় ধরে।

55

এই নিয়ে এয়ারলাইন্সের কর্তারা বলেছেন, যে পাইলট এবং এয়ারহস্টেসরা এবার দিল্লি-ব্যাঙ্কক যাবেন, তারা আর ফিরতে পারবেন না। পরের দিন ফিরতে হবে। এতে প্রতিদিন ব্যাঙ্ককের হোটেলে এক সেট ক্রু রাখতে হবে। এতে বিমান সংস্থার খরচ বাড়বে। অনেকের আবার মনে করছেন, এক জেরে বাড়বে বিমান ভাড়া। তবে, ১ নভেম্বর থেকে চালু হতে চলেছে এই নয়া নিয়ম। আর ১০ ঘন্টার বেশি ডিউটি নয়। এবার বড় স্বস্তি পেল পাইলটরা।

Read more Photos on
click me!

Recommended Stories