এই নিয়ে এয়ারলাইন্সের কর্তারা বলেছেন, যে পাইলট এবং এয়ারহস্টেসরা এবার দিল্লি-ব্যাঙ্কক যাবেন, তারা আর ফিরতে পারবেন না। পরের দিন ফিরতে হবে। এতে প্রতিদিন ব্যাঙ্ককের হোটেলে এক সেট ক্রু রাখতে হবে। এতে বিমান সংস্থার খরচ বাড়বে। অনেকের আবার মনে করছেন, এক জেরে বাড়বে বিমান ভাড়া। তবে, ১ নভেম্বর থেকে চালু হতে চলেছে এই নয়া নিয়ম। আর ১০ ঘন্টার বেশি ডিউটি নয়। এবার বড় স্বস্তি পেল পাইলটরা।