গোটা দেশে পালিত হচ্ছে মকর সংক্রান্তি। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। মকর সংক্রান্তির অনুষ্ঠানে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মকর সংক্রান্তির উৎসবে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাসভবনেই মকর সংক্রান্তির অনুষ্ঠানে সামিল হয়েছে।
নিজের বাসভবনে গরুদের খাবার খাইয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাসভবনে গরুদের চরান। সেখানেই তাদের খাবার খাওয়ান মোদী।
মোদীর এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকেই এই ছবিগুলি পছন্দ করেন।
প্রাচীন প্রথা অনুযায়ী মকর সংক্রান্তি উপলক্ষ্যে গরুতে সবুদ ঘাস খাওয়ানো শ্রেয়। তাতে সৌভাগ্য বৃদ্ধি পায় বলে কথিত রয়েছে।
মকর সংক্রান্তির দিনে অনেকেই ঘিয়ের সঙ্গে তিল মিশিয়ে মা লক্ষ্মীর পুজো করেন। তাতে বাড়িতে লক্ষ্মী বিরাজ করেন বলে কথিত রয়েছে।
সোমবার মকর সংক্রান্ত। সেই দিনই গোটা দেশে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হয়।