PM Modi in France: ফ্রান্সে একগুচ্ছ কর্মসূচি নিয়ে নরেন্দ্র মোদী, এক ঝলকে দেখে নিন প্রধানমন্ত্রীর শিডিউল

ফ্রান্সের সেনাবাহিনী দ্বারা উপস্থাপিত বিশেষ ঐতিহ্যশালী প্যারেড প্রত্যক্ষ করবেন এবং এই উপস্থাপনার পর রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রঁ-র সাথে ভারতীয় কন্টিনজেন্টের সাথেও সাক্ষাত করবেন নরেন্দ্র মোদী। 

১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সে ভেঙে পড়েছিল বাস্তিল দুর্গ। বিশ্বখ্যাত ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল আজকের দিনেই। সেই দিন স্মরণ করে ফ্রান্সে প্রত্যেক বছর পালিত হয় বাস্তিল দিবস (Bastille Day)। ১৩ জুলাই ২ দিনের ফরাসি সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর উপস্থিতিতে ১৪ জুলাই আরও জাঁকজমকে সেজেছে রাজধানী প্যারিস। নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তাঁর সামনেই উদযাপিত হবে এই ঐতিহাসিক দিন।

১৪ জুলাই, শুক্রবার, ভারতীয় সময় দুপুর ১:৩০ টা নাগাদ, বাস্তিল ডে উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের সেনাবাহিনী দ্বারা উপস্থাপিত বিশেষ ঐতিহ্যশালী প্যারেড প্রত্যক্ষ করবেন এবং এই উপস্থাপনার পর রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রঁ-র সাথে ভারতীয় কন্টিনজেন্টের সাথেও সাক্ষাত করবেন তিনি।

Latest Videos

সাক্ষাৎ পর্বের শেষে শুক্রবার ভারতীয় সময়ে বিকেল সাড়ে ৪টে নাগাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট মিসেস ইয়েল ব্রাউন- পিভেটের তরফে পাঠানো আমন্ত্রণ রক্ষা করে তাঁর সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন। এরপর ১৪ জুলাই সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ দিকে প্রধানমন্ত্রী সেই দেশের বিভিন্ন চিন্তাশীল নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই আলোচনা পর্ব চলতে পারে প্রায় ২ ঘণ্টা পর্যন্ত।

শুক্রবার ভারতীয় সময় রাত প্রায় সাড়ে আটটা নাগাদ নরেন্দ্র মোদী এলিসি প্যালেসে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এর পরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা এবং প্রেস বিবৃতি দেওয়া হবে। তারপর রাত প্রায় সাড়ে ১০ টা নাগাদ ভারত- ফ্রান্স সিইও ফোরামে অংশ নেবেন প্রধানমন্ত্রী। উচ্চ পর্যায়ের বাণিজ্যিক আলোচনার কারণে ভারতের জন্য এই আলোচনা পর্ব খুবই গুরুত্বপূর্ণ, যা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে বলে আশা করা হচ্ছে।

এরপর, ভারতীয় সময় শুক্রবার প্রায় মধ্যরাতের দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ল্যুভর মিউজিয়াম (Louvre Museum) পরিদর্শন করবেন। এখানেও একটি ভোজসভায় যোগ দেবেন নমো। রাতের ভোজ সেরে প্রধানমন্ত্রী মোদী ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোঁ-র সাথে বিখ্যাত আইফেল টাওয়ারে আতশবাজি প্রদর্শন পরিলক্ষণ করবেন।

আরও পড়ুন-

Chandrayaan 3 Launch: চাঁদে যাওয়ার কাউন্টডাউন শুরু, কেন চন্দ্রযান ৩-এর অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ? জেনে নিন
Vastu Tips: ঘরের বাস্তু দোষ কাটাবেন কীভাবে? অবশ্যই মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম
PM Modi News: ৪০ বছর আগে আলিয়ান্স ফ্রাঁসে-তে অংশ নিয়েছিলেন মোদী, কার্ড দেখিয়ে স্মৃতি রোমন্থন
বিশাল বিশাল ঢেউয়ে ভেসে যাচ্ছেন মানুষ, প্রবল বৃষ্টিতে বন্ধ হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের সমস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today