'কবরে গেল করোনা টিকার বিতর্ক ' - প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিলেও নেননি হর্ষ বর্ধন, কবে নেবেন

করোনা টিকা নিয়ে দেশকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

কবরে চলে গেল এই ভ্যাকসিন ঘিরে যাবতীয় বিতর্ক

এমনটাই দাবি করলেন ডাক্তার হর্ষ বর্ধন

কিন্তু, নিজে কবে টিকা নেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

সোমবার ভারতে কোভিড-১৯ টিকাকরণের দ্বিতীয় পর্বের প্রথম দিনই টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই টিকা গ্রহণের মাধ্যমে তিনি সারা  দেশকে বিশেষ বার্তা দিলেন বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী হর্ষ বর্ধন। একইসঙ্গে নরেন্দ্র মোদী টিকা নেওয়ায় করোনার টিকা নিয়ে যে সব ভুল তথ্য ছড়াচ্ছিল, সেগুলিও কবরে চলে যাবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

সোমবার, এক সাংবাদিক বৈঠক করে হর্ষ বর্ধন বলেন, তিনি শুরু থেকেই বলেছিলেন, ভারতে করোনার যে দুটি টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে, সেই দুটি টিকাই সম্পূর্ণ নিরাপদ ও সংক্রমণের মোকাবিলায় যথাযথ। কিন্তু, তারপরও টিকা নিয়ে বিশেষ করে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা নিয়ে জনমানসে সংশয় ছিল। এদিন সেই কোভ্যাক্সিন টিকাই নিয়েছেন মোদী। আর তার জন্য স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ বলে জানিয়েছেন পেশায় চিকিৎসক হর্ষ বর্ধন।

Latest Videos

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময়ই বলে থাকেন, নেতাদের সাধারণ মানুষের সামনে উদাহরণ তৈরি করতে হবে। তিনি সবার আগে ভ্যাকসিন ডোজ নিয়ে সেই উদাহরণই তৈরি করেছেন বলে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বৈজ্ঞানিকভাবে নিখুঁত হওয়া সত্ত্বেও যে কোভাক্সিন টিকা নিয়ে প্রচুর ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল, সেই টিকাই গ্রহণ করে প্রধানমন্ত্রী ভারতবাসীকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন বলে মনে করছেন তিনি। সেই বার্তা হল, সমস্ত ভুল তথ্য এবং দ্বিধাগ্রস্থতা সরিয়ে এবার সকল ভারতবাসীর করোনা টিকা নিয়ে নেওয়া উচিত।

প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন টিকা নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার প্রমুখ বিশিষ্ট রাজনীতিবিদরা। কিন্তু, পেশায় চিকিৎসক এবং বয়স ৬০ বছরের ঊর্ধ্বে হওয়া সত্ত্বেও এখনও করোনার টিকা গ্রহণ করেননি খোদ স্বাস্থ্যমন্ত্রী। কবে ভ্যাকসিন নেবেন তিনি? ডাক্তার হর্ষ বর্ধন জানিয়েছেন, সোমবারই তিনি টিকা নেওয়ার জন্য নিজের নাম বুক করবেন এবং আগামীকালই তাঁর টিকা গ্রহণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিনি ৬০ ঊর্ধ্ব এবং কোমরবিডিটি থাকা ৪৫ বছরের বেশি বয়সী নাগরিকদের সকলকে টিকা নেওয়ার জন্য আবেদন করেছেন। সমস্ত সাংসদ-বিধায়ক, এমনকী বিরোধী দলের নেতাদের কাছেও টিকা নেওয়ার জন্য আবেদন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

Share this article
click me!

Latest Videos

WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today