মমতাকে টেক্কা Modi সরকারের! ছেলে-মেয়ে নির্বিশেষে মাসে দিচ্ছে ৩ হাজার, জেনে নিন কীভাবে আবেদন করবেন

মোদী সরকার দিচ্ছে মাসে ৩ হাজার! জেনে নিন কীভাবে আবেদন করবেন। জেনে নিন কাদের মিলবে এই সুবিধা। 

Sayanita Chakraborty | Published : Dec 14, 2024 4:39 PM
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। মমতা সরকারের এই সকল ভাতার খ্যাতি শোনা যায় সারা দেশ জুড়ে।

210

মমতা সরকারের এই সকল ভাতার মধ্যে আছে বার্ধক্য ভাতা, বৃদ্ধি ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী কিংবা রূপশ্রীর মতো প্রকল্প।

310

প্রতি মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা করে ভাতা দিচ্ছে মমতা সরকার। এদিকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে দিচ্ছে মোদী সরকার।

410

ছেলে মেয়ে নির্বিশেষে মোদী দিচ্ছে মাসে দিচ্ছে ৩ হাজার। জেনে নিন কীভাবে আবেদন করবেন।

510

প্রধানমন্ত্রীর রয়েছে একাধিক যোজনা। এই সকল যোজনার মধ্যে খ্যাত প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা।

610

২০১৯ সালে চালু হয়েছিল প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা। এই যোজনার মাসে মেলে প্রায় ৩ হাজার টাকা।

710

এই প্রকল্পের অধীনে গৃহভিত্তিক শ্রমিক, রাস্তার বিক্রেতা, মিড-ডে মিল কর্মী, হেড লোডারস বা মাথায় বোঝা বহনকারী, ইট ভাটা শ্রমিক, মুচি, নোংরা বাছাইকারী, গৃহকর্মী, ধোপা, রিকশাচালক, ভূমিবীন শ্রমিক, কৃষি শ্রমিক, তাঁত শ্রমিকের মতো শ্রমিকরা সুবিধা পান।

810

১৯ থেকে ৪০ বছর বয়সী শ্রমিক বা কর্মচারীরা প্রতি মাসে অল্প করে টাকা জমাতে পারেন এবং সম পরিমাণ টাকা সরকার দেবে। তারপর ৬০ বছর পর মিলবে পেনশন।

910

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনায় প্রিমিয়ামের পরিমাণ ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে।

1010

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনার দ্বারা মাসে ৩ হাজার টাকা করে পেনশন পান কর্মীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos