মোদী সরকার দিচ্ছে মাসে ৩ হাজার! জেনে নিন কীভাবে আবেদন করবেন। জেনে নিন কাদের মিলবে এই সুবিধা।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। মমতা সরকারের এই সকল ভাতার খ্যাতি শোনা যায় সারা দেশ জুড়ে।
মমতা সরকারের এই সকল ভাতার মধ্যে আছে বার্ধক্য ভাতা, বৃদ্ধি ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী কিংবা রূপশ্রীর মতো প্রকল্প।
প্রতি মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা করে ভাতা দিচ্ছে মমতা সরকার। এদিকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে দিচ্ছে মোদী সরকার।
ছেলে মেয়ে নির্বিশেষে মোদী দিচ্ছে মাসে দিচ্ছে ৩ হাজার। জেনে নিন কীভাবে আবেদন করবেন।
প্রধানমন্ত্রীর রয়েছে একাধিক যোজনা। এই সকল যোজনার মধ্যে খ্যাত প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা।
২০১৯ সালে চালু হয়েছিল প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা। এই যোজনার মাসে মেলে প্রায় ৩ হাজার টাকা।
এই প্রকল্পের অধীনে গৃহভিত্তিক শ্রমিক, রাস্তার বিক্রেতা, মিড-ডে মিল কর্মী, হেড লোডারস বা মাথায় বোঝা বহনকারী, ইট ভাটা শ্রমিক, মুচি, নোংরা বাছাইকারী, গৃহকর্মী, ধোপা, রিকশাচালক, ভূমিবীন শ্রমিক, কৃষি শ্রমিক, তাঁত শ্রমিকের মতো শ্রমিকরা সুবিধা পান।
১৯ থেকে ৪০ বছর বয়সী শ্রমিক বা কর্মচারীরা প্রতি মাসে অল্প করে টাকা জমাতে পারেন এবং সম পরিমাণ টাকা সরকার দেবে। তারপর ৬০ বছর পর মিলবে পেনশন।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনায় প্রিমিয়ামের পরিমাণ ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনার দ্বারা মাসে ৩ হাজার টাকা করে পেনশন পান কর্মীরা।