বড় ধাক্কা কেন্দ্রীয় কর্মীদের! অষ্টম পে কমিশনে কত শতাংশ বাড়ছে বেতন? বিশেষ ঘোষণা Modi সরকারের
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা চলছে। অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে সরকারের বার্তা কর্মীদের মধ্যে আশঙ্কা সৃষ্টি করেছে। বিশেষ বার্তা দিলেন অর্থ প্রতিমন্ত্রী।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বাড়বে বা কত বেতন বাড়বে তা সব সময় থাকে খবরে।
প্রতি দশ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। শেষ ২০১৬ সালে জানুয়ারি মাসে গঠিত হয়েছিল সপ্তম কমিশন। সেই অনুসারে ২০২৬ সালে গঠিত হবে অষ্টম পে কমিশন।
এবার অষ্টম পে কমিশন নিয়ে বিশেষ বার্তা দিলেন অর্থ প্রতিমন্ত্রী। পঙ্কজ চৌধুরী জানালেন কবে গঠিত হবে অষ্টম পে কমিশন।
জানা গিয়েছে, কবে থেকে ঘোষণা হবে অষ্টম পে কমিশনের কথা। কত শতাংশ বেতন বাড়বে কর্মীদের তা নিয়ে সকলের মনে আছে প্রশ্ন।
অষ্টম পে কমিশন গঠন হলে দেশের প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন।
এবার অষ্টম পে কমিশন নিয়ে প্রকাশ্যে এল বড় খবর। মোদী সরকার কবে নাগাদ অষ্টম পে কমিশনের প্রস্তাব পেশ করতে পারে? এই প্রশ্নের উত্তর দিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
রাজ্যসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট জানান, এখনও মোদী সরকার এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি।
কবে নাগাদ অষ্টম বেতন কমিশন গঠিত হবে এই প্রশ্নের উত্তর দেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি বলেন, এখন প্রশ্নই ওঠে না। কেন্দ্রীয় সরকারের এই প্রতিক্রিয়া লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে বড় ধাক্কা।
এদিকে চারিদিকে চলছে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে আলোচনা। এর পর বেতন বৃদ্ধি হবে কর্মীদের।
শোনা যাচ্ছে, অষ্টম বেতন কমিশন গঠিত হলে ৩৪ হাজার ৫০০ টাকা বেসিক হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সব ধরনের ভাতা নিয়ে বেতন হবে ৫০ হাজার।