কর্ণাটকে ভোট প্রচারে অন্য মোদী, পা-ভাঙা দলীয় নেতার 'লাঠি' হলেন তিনি

Published : May 02, 2023, 11:29 PM IST
PM Modi helped senior BJP activist Sevalal who had leg fracture in Kalaburagi karnataka bsm

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান থেকেই নেমেই সেবালালকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যান। তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। 

কংগ্রেস প্রধান খাড়গের জেলা কালাবুর্গিতে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি তৈরি করলেন এক অনন্য নজির। বর্ষীয়ান বিজেপি নেতা সেবালালের ভাঙা পায়ের খোঁজ খবর নিলেন। শুধু তাই নয়। খুটিয়ে দেখেন ক্ষতের স্থানও। কর্ণাটকে বিমান থেকে নেমেই মোদী এগিয়ে আসেন দলীয় কর্মীদের দিকে। সেই সময়ই সেবালাল নামে বিজেপি কর্মীর হাত থেকে পড়ে যায় লাঠি। পা ভাঙা তাই লাঠিই সহায় বিজেপি কর্মীর। কিন্তু সেই সময় তাঁর কিছু করার আগেই মোদী লাঠি তুলে দেওয়া উদ্যোগ নেন। এহেন আচরণে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েন বিজেপি নেতা। তিনি মোদীকে করজোড়ে প্রনামও করেন। তবে এতকিছুর পরেই প্রধানমন্ত্রী ছিলেন ভাবলেশহীন। এদিন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গের জেলা কালাবুর্গিতে ভোট প্রচারে গিয়েছিলেন মোদী। সেখানে তিনি শিশুদের সঙ্গেও কথা বলেন। এই জেলায় মোদীকে রীতিমত স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। মোদীর জনসভাগুলিতে ছিল উপচে পড়া ভিড়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান থেকেই নেমেই সেবালালকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যান। তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মোদী তাঁর লাঠি সরিয়ে দিয়ে ক্ষতের স্থান দেখেন। যাইহোক এই গোটা ঘটনাই ক্যামেরা বন্দি হয়। আপনিও দেখুন ছবিগুলিঃ

কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে বজরংদল-সহ একাধিক ধর্মীয় মৌলবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এদিন মোদী বলেন, একটা সময় কংগ্রেস ভগবান শ্রীরামকে তালাবন্ধ করে রেখে দিয়েছিল। এখন যারা বজরংবলির ভক্ত তাদেরও তালাবন্ধ করে রাখার চেষ্ঠা করেছে। পাশাপাশি তিনি এদিন সভামঞ্চ থেকেও জয় বজরংবলি স্লোগান দেন। কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে, 'আমরা বিশ্বাস করি যে আইন ও সংবিধান পবিত্র। বজরং দল, পিএফআই বা অন্যরা শত্রুতা বা বিদ্বেষ প্রচার করে এমন ব্যক্তি ও সংস্থাগুলি দ্বারা লঙ্ঘন করা যাবে না, তা সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেই হোক না কেন। আমরা আইন অনুযায়ী নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেব। এই ধরনের সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।'

এদিন মোদী বিজয়নগর জেলায় একটি নির্বাচনী জনসভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, 'আমি হনুমানের দেশে এসেছি। আমি ভাগ্যবান যে আমি হনুমানের দেশে প্রণান করার সুযোগ পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য যে দেখুন আমি যখন হনুমানের মাটিতে দাঁড়িয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে চাইছি তখন কংগ্রেস পার্টি তার ইস্তেহারে সেই ভগবান হনুমানকেই তালাবন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে।' এখানেই শেষ না করে মোদী বলেন প্রথমে কংগ্রেস ভগবান শ্রী রামকে তালাবন্ধ করে রাখার চেষ্টা করেছিল। এখন হনুমানের প্রতি একই আচরণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটা দুর্ভাগ্য যে কংগ্রেসের ভাগবান রামের সঙ্গে সমস্যা ছিল এখন হনুমান ভক্তদের সঙ্গে তাদের সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, কর্ণাটককে এক নম্বর রাজ্য তৈরি করার চেষ্টা করবে বিজেপি। জনগণের মঙ্গল করবে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এই শীতে কাবাব-তন্দুরে বড় নিষেধাজ্ঞা, খোলা জায়গায় পোড়ালেই গুণতে হবে ৫০০০ টাকা জরিমানা
'আপনার টাকা আপনার অধিকার' কর্মসূচির সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রী মোদী, জানুন কী এই কর্মসূচি