কর্নাটকে যুব উৎসবের সূচনা মোদীর হাতে, রাস্তাতেই উৎসায়ী জনতার উষ্ণ অভ্যর্থনা

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জতীয় যুব উৎসবের সূচনা করেন কর্নাটকের হুবলিতে। কর্নাটক পৌঁছানোর পরই তাঁকে স্থানীয় বাসিন্দার উষ্ণ অভ্যর্থনা জানান

 

Web Desk - ANB | Published : Jan 12, 2023 12:22 PM IST
110
কর্নাটকে মোদী


জাতীয় যুব দিবসে কর্নাটকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি যুব দিবস অনুষ্ঠানের সূচনা করেন। বিকেল ৪টার সময় হয় এই অনুষ্ঠান। 

210
মোদীকে স্বাগত


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার জাতীয় যুব উত্সব উদ্বোধনের ঠিক আগে এখানে একটি রোডশো নিয়েছিলেন এবং রাস্তার দুপাশে সারিবদ্ধ উত্সাহী লোকেদের দ্বারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। তাঁকে দেখে স্থানীয়রা জয় শ্রীরাম স্লোগান দেয়। 
 

310
শুভেচ্ছা গ্রহণ মোদীর


তার চলন্ত গাড়ির 'রানিং বোর্ডে' দাঁড়িয়ে, মোদী জনতার দিকে হাত নাড়লেন, যাদের মধ্যে অনেককে 'মোদী, মোদী' এবং 'ভারত মাতা কি জয়' স্লোগান দিতে দেখা গেছে।

410
স্বামীজির জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান


কিছু জায়গায়, লোকেরা ফুলের পাপড়ি বর্ষণ করেছিল যখন তার গাড়ি ধীরে ধীরে প্রসারিত হয়েছিল। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ডে জাতীয় যুব উৎসবের উদ্বোধন করতে এসেছেন মোদি।
 

510
মোদীর জন্য উপহার


এক কিশোরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বিশেষ উপহার নিয়ে আসে। প্রয়াত মায়ের সঙ্গে মোদীর ছবি- যা সে নিজে হাতেই এঁকেছে বলে জানিয়েছে। প্রধানমন্ত্রীর হাতে এই উপহার তুলে দেওয়ার ইচ্ছে রয়েছে তার। 

610
প্রধানমন্ত্রী নিরাপত্তা বিঘ্নিত


এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বিঘ্নিত হয়। স্থানীয় এক বাসিন্দা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য তাঁর গাড়ির কাছে চলে আসে। আর সেই সময় মোদী ছিলে গাড়ির বাইরে। রানিং বোর্ডে দাঁড়িয়ে হাত নাড়ছিলেন জনতার উদ্দেশ্যে।

710
মোদীর যাত্রাপথ


প্রধানমন্ত্রীর যাত্রাপথ ছিল বিমানবন্দর থেকে  রেলওয়ে স্পোর্টস গ্রাউন্ড পর্যন্ত। গোটা রাস্তা জুড়েই ছিল উৎসাহী জনতার ভিড়। দীর্ঘক্ষণ সেই রাস্তা জুড়েই ফুল-সহ একাধিক উপহার নিয়ে অপেক্ষা করেছিলেন। 

810
প্রধানমন্ত্রীর পাঁচ স্তরের নিরাপত্তা


প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তার পাঁচটি স্তরের । যেখানে বাইরের কেউ যেতে পারে না। গত বছর পঞ্জাব সফরের সময়ও মোদীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল।

910
মোদীর লক্ষ্য


আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি যাতে এই রাজ্যে জয় পায়  তার জন্য আগেই অমিত শাহ এই রাজ্যে সফর করেছে। প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি। এবার মোদীর সফর- যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল। 

1010
. মোদীর সফর কর্নাটক


আগামী বছর কর্নাটকে বিধানসভা নির্বাচন। আগে আগে বিজেপি ঘর গুছিয়ে নিতে চাইছে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। আর সেই কারণেই মোদীর এই সফর গুরুত্বপূর্ণ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos