PM Modi News: 'শ্রী রামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা', নজরুলের গান পোস্ট করে লিখলেন নরেন্দ্র মোদী

Published : Jan 20, 2024, 12:30 PM ISTUpdated : Jan 20, 2024, 12:47 PM IST
pm modi kazi nazrul islam

সংক্ষিপ্ত

কাজী নজরুল ইসলামের লেখা বাংলা গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

‘মন জপ নাম, শ্রী রঘুপতি রাম’, শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এই বাংলা গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। 

উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের জন্য পূজাপাঠ শুরু হয়ে গেছে ১৬ জানুয়ারি থেকেই । ২২ জানুয়ারি খুলে যাবে মন্দিরের কাজ। শুভ কাজ সম্পন্ন করবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নিজেই। তার ১১ দিন আগে থেকে বিশেষ রীতি-রেওয়াজ পালন করা শুরু করে দিয়েছেন তিনি। সমগ্র দেশবাসিকে আহ্বান জানিয়েছেন রাম মন্দিরের উদ্বোধনে অংশ  নেওয়ার জন্য। সেই উদ্দেশ্যে এবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কাজী নজরুল ইসলামের লেখা একটি ভক্তিগীতি পোস্ট করলেন তিনি। 

-

‘মন জপ নাম, শ্রী রঘুপতি রাম’ – এই গানটি পোস্ট করে নরেন্দ্র মোদী নিজের অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘প্রভু শ্রী রামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অগাধ শ্রদ্ধা রয়েছে' । 


বলা বাহুল্য, কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধী পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে কোনও নেতাই ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে (Ram Mandir Inauguration) যাচ্ছেন না বলে জানা গেছে। কেবলমাত্র একটি ধর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ কলকাতায় সব ধর্মের মানুষকে নিয়ে ‘সংহতি মিছিল’ করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন বাংলার মানুষের নজর তাহলে কোন দিকে থাকবে? 


একদিকে নরেন্দ্র মোদীর হাত ধরে রাম মন্দিরের উদ্বোধন, অন্যদিকে সব ধর্মস্থানে শ্রদ্ধা জানাতে জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে যাওয়া, দুই ভিন্ন মেরুতে বিভক্ত হয়ে যেতে চলেছে বাংলার সাধারণ মানুষের নজর। সামনেই রয়েছে লোকসভা ভোট (LokSabha Election 2024)। এই আবহে রাম মন্দির যেমন বিজেপির তুরুপের তাস হতে পারে, তেমনই বিজেপিকে টেক্কা দিতে সংহতি মিছিলের মাধ্যমে বাংলার ভোটারদের একটা বড় অংশের মন জয় করে নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন পাওয়ার জন্যে প্রভু রামের নাম নিয়ে বাংলার শ্রদ্ধেয় কবি এবং গীতিকার নজরুল ইসলামের গান পোস্ট করে বঙ্গ-সংস্কৃতির ঐতিহ্যবাহী ইতিহাসকেও স্মরণ করালেন প্রধানমন্ত্রী। 
 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo