
পহেলগাঁওয়ের ঘটনার জেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে ওঠে পহেলগাঁও। এই ঘটনায় ২৬ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে ২ জন বিদেশি পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে।
এরপরেই শুরু হয়ে যায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। পহেলগাঁওয়ের ঘটনায় সৌদি সফর ছেড়ে ভারতে ফেরেন নরেন্দ্র মোদী।
বুধবার সকালে দিল্লি পালাম বিমানবন্দরে পৌঁছয় এয়ার ইন্ডিয়া ওয়ান। বিমান বন্দরেই উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানেই তাঁর সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও বিমানবন্দরের এই জরুরি বৈঠকে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ-একাধিক শীর্ষ আধিকারিকও।
গোটা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। আজ মন্ত্রিসভারও জরুরি বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
এই ঘটনার পরে ফের পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার দাবি উঠেছে । আবারও একটা সার্জিকাল স্ট্রাইকের দাবি করা হয়েছে। এই অবস্থায় দিল্লিতে নেমেই দোভালের সঙ্গে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।