
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার সকালেই তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন। আজ বুধবার হতে পারে জরুরি ক্যাবিনেট বলেও জানা গিয়েছে। বুধবার সকালে রয়েছে মন্ত্রিসভা কমিটির বৈঠক। এই হামলার জেরে আমেরিকার সফরও কাটছাঁট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও।
প্রসঙ্গত দুই দিনের সফরে সৌদি গিয়েছিলেন মোদী। বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জসওয়াল মঙ্গলবার রাতে জানান যে প্রধানমন্ত্রী সৌদির সফর শেষ করে ফের দেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
অন্যদিকে আমেরিকা এবং পেরু সফর কাটছাঁট করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-ও। অর্থ মন্ত্রক জানিয়েছেন এই কঠিন পরিস্থিতিতে দেশে থাকা বেশি জরুরি।
মঙ্গলবার জেড্ডা যান প্রধানমন্ত্রী। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর পেয়েই সফর কাটছাঁট করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। ওই হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড়া হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ৩০ জনের বেশি পর্যটকের মৃত্যু হয়েছে। এই হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে আমেরিকা, রাশিয়া, সৌদি আরব, ইউক্রেন, জার্মানি, ইতালি-সহ বিভিন্ন দেশ। এই হামলার পরে সন্ত্রাসবাদ দমনে ভারতে পাশে থাকার এবং সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।