PM Modi: ৮ সাংসদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন, সংসদের ক্যান্টিনের বিলও মিটিয়েছেন মোদীঃ বিজেপি সাংসদ

মোদীর সঙ্গে সংসদের ক্যান্টিনে বিজেডি নেতা সস্মিত পাত্র, আরএসপি নেতা এনকে প্রেমটন্দ্রন, টিডিপির কে রাম মোহন নাইডু, বিএসপির রীতেশ পাণ্ডে, বিজেপির হিনা গাভিত, এস ফাংগনন কোন্যাক, জামিয়াং সেরিং নামদিয়াল ও এল মরুগান মধ্যাহ্নভোজন সারেন।

 

শুক্রবার সংসদে বাজেট অধিবেশনের শেষ দিনে সবথেকে বড় চমক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সংসদের ক্যান্টিনে চলে আসেন। সেখানে ভিন্ন দলের আট সাংসদের সঙ্গের একই টেবেলে বলে খাবার খান। সেখানেই তিনি নিজের কাজের আর দৈন্দনিন রুটিনের কথা শেয়ার করে নেন সাংসদের সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ এল মরুগান সংসদের ক্যান্টিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাবার খাওয়ার পরে সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আট জন সাংসদের সঙ্গে বসে ভাত, খিচুড়ি, পনির, ডাল, তিল, রাগির লাড্ডু খেয়েছেন। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, এই খাবের বিল প্রধানমন্ত্রী মোদীই মিটিয়েছেন।

মোদীর সঙ্গে সংসদের ক্যান্টিনে বিজেডি নেতা সস্মিত পাত্র, আরএসপি নেতা এনকে প্রেমটন্দ্রন, টিডিপির কে রাম মোহন নাইডু, বিএসপির রীতেশ পাণ্ডে, বিজেপির হিনা গাভিত, এস ফাংগনন কোন্যাক, জামিয়াং সেরিং নামদিয়াল ও এল মরুগান মধ্যাহ্নভোজন সারেন।

Latest Videos

 

 

এই মধ্যাহ্নভোজনের ছবি প্রধানমন্ত্রী নিজে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন। সেখানে তিনি তাঁর উপলব্ধির কথাই বলেছেন। তিনি বসেছেন, দেশের বিভিন্ন অংশ থেকে আসা সংসদের সঙ্গে ভোজন করেছেন তিনি। অন্যদিকে বিজেপির সাংসদও এই মধ্যাহ্নভোজনের ছবি শেয়ার করেছেন। তিনি বলেছেন, এটি একটি অবাক করার মত ঘটনা ছিল। এটি তাঁদের কাছে অত্যান্ত আনন্দের একটি মুহূর্ত ছিল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিল পরিষোধ করেছেন।

 

 

মরুগান আরও জানিয়েছেন, মোদীর কাছ থেকে তাঁরা অনুপ্রেরণা পেয়েছেন। তিনি আরও বলেছেন, মোদী তাঁদের বলেছেন, তিনি মাত্র সাড়ে তিন ঘণ্টা ঘুমান। আর সন্ধ্য়ে ৬টার পরে আর কিছুই খান না। এটি তাঁর জীবনে একটি অবিস্মরণীয় মুহূর্ত বলেও তিনি দাবি করেছেন।

আরও পড়ুনঃ

আরাবুলের জামিন নাকচ, ধোপে টিকল না শারীরিক অসুস্থতা নিয়ে আইনজীবীর সওয়াল

Pakistan Election: পাকিস্তানে নির্বাচনে জয়ী নওয়াজ শরিফের দল, দাবী প্রাক্তন প্রধানমন্ত্রীর

Dev: 'সাংসদ থাকি বা না থাকি...', সংসদে দাঁড়িয়ে মমতাকে ধন্যবাদ দিলেন আবেগঘন দেব

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today