রাজধানীতে মোদী - হাসিনা বৈঠক, স্বাক্ষরিত ৭টি চুক্তি

Published : Oct 05, 2019, 04:51 PM IST
রাজধানীতে মোদী - হাসিনা বৈঠক, স্বাক্ষরিত ৭টি চুক্তি

সংক্ষিপ্ত

ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক দুই দেশের মধ্যে ৭টি চুক্তি সম্পাদিত ৩টি প্রকল্পের উদ্বোধন

গত বৃহস্পতিবার ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন হাসিনা। তিনটি প্রকল্পের উদ্বোধন সহ একাধিক চুক্তির স্বাক্ষর হল এদিন। যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, বাণিজ্য ও যোগাযোগের মত বিষয়। 

 বৈঠকে জলসম্পদ, সংস্কৃতি, শিক্ষা , সীমান্ত নিরাপত্তা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। দুই প্রতিবেশী দেশের মধ্যে সুস্পর্কই তাঁদের লক্ষ্য বলে বৈঠক শেষে জানান মোদী। মোদী আরও বলেন, গত এক বছরে ভারত ও বাংলাদেশের মধ্যে ১২টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এদের মধ্যে তিনটি প্রকল্পের উদ্বোধন হল শনিবার। 

প্রকল্পগুলির মধ্যে রয়েছে আন্তর্সীমান্ত দিয়ে উত্তর -পূর্ব ভারতে এলপিজি সরবরাহ। এছাড়া ঢাকায় রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ ভবন এবং খুলনায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিলান্যাস।

মোদীর সঙ্গে বৈঠকের আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক হয় হাসিনা। বৈঠক শেষে  বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই ভারতের লক্ষ্য বলে ট্যুইট করেন জয়শঙ্কর। 
 

PREV
click me!

Recommended Stories

Vande Mataram: জানেন বন্দে মাতরমের কোন একটি শব্দ, যা নিয়ে স্বাধীনতার এত বছর পরেও শেষ হয়নি বিতর্ক!
প্রধানমন্ত্রী মোদীর প্রথম জর্ডান সফর 'ঐতিহাসিক', বললেন ভারতীয় দূত