প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ব্রিটেনের প্রধানন্ত্রী বরিস জনসনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। মহামারি পরিস্থিতি মোকাবিলা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন একাধিক বিষয় নিয়ে দুই দেশের প্রধানদের মধ্যে কথা হয়েছে। ফোনালাপের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোস্যাল মিডিয়ায় বার্তা দিয়ে সেকথা জানিয়েছেন। তিনি বলেন, আগামী দিনে দুটি দেশ যাতে একসঙ্গে কাজ করতে পারে সেই জন্য তাঁরা একটি রোডম্যাপ তৈরি করেছেন তাঁরা। তিনি আরও জানিয়েছেন ব্রিটেন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর খুব ভালো করে কথা হয়েছে। পাশাপাশি জনসনকে তিনি নিজের বন্ধু হিসেবেও অভিহিত করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বাণিজ্য থেকে শুরু করে প্রতিরক্ষা ও সুরক্ষা ক্ষেত্রেও দুটি দেশ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও মহামারির বিরুদ্ধেও দুটি দেশ লড়াই করবে বলেও জানিয়েছেন তিনি। আগামী দশকে দুই দেশের সম্পর্ক আরও যাতে ভালো হয় সেই দিকেও জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।