'বিদেশী শক্তি নাক গলায়নি', বাজেট পেশের আগেই বিরোধীদের চড়া সুরে টার্গেট নরেন্দ্র মোদীর

Published : Jan 31, 2025, 12:48 PM IST
PM Modi

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন 'আমি প্রতিটি বাজেট অধিবেশনের আগে এটি লক্ষ্য করেছি- সর্বদা অশান্তি করা হয়। দুর্গাভাগ্যবশত আমাদের দেশের অনেকেই এই স্ফুলিঙ্গগুলিকে উস্কে জ্বালিয়ে দেওযার জন্য চেষ্টা করে।'

সংসদে (Parliament) বাজেট (Budget 2025) পেশের ঠিক আগের দিনই বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। সংসদে বাজেট অধিবেশনেপ উগ্বোধনী দিনে বিরোধীদের কটাক্ষ করে রীতিমত সুর চড়ালেন তিনি। বলেন, '২০১৪ সালের পর এই প্রথমবার সংসদে অধিবেশননের আগে কোনও বিদেশী হস্তক্ষেপের ঘটনা ঘটেনি।' তিনি বলেন, '২০২৪ সাল থেকে এটাই প্রথম সংসদ অধিবেশনে যেখানে আমাদের বিষয়ে কোনও বিদেশী শক্তি নাক গলায়নি। বিদেশি শক্তি অশান্তি উস্কে দেওয়ার চেষ্টা করেনি।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন 'আমি প্রতিটি বাজেট অধিবেশনের আগে এটি লক্ষ্য করেছি- সর্বদা অশান্তি করা হয়। দুর্গাভাগ্যবশত আমাদের দেশের অনেকেই এই স্ফুলিঙ্গগুলিকে উস্কে জ্বালিয়ে দেওযার জন্য চেষ্টা করে।' বাজেট অধিবেশনের আগে তাঁর প্রচলিত ভাষণে বিরোধীদের নিশানা করে এই মন্তব্য করেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেন, ভারত 'মিশন মোড' হিসেবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, 'আমরা মিশন মোডে এগিয়ে যাচ্ছি। উদ্ভাবন অন্তর্ভুক্তি বিনিয়োগ ধারাবাহিকভাবে আমাদের অর্থনীতির রোডম্যাপের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। '

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোদী রীতিমত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, বাজেট অধিবেশন ২০৪৭ সলের মধ্যেই বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করে নতুন আত্মবিশ্বাস ও শক্তি সঞ্চার করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, অধিবেশন চলাকালীন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার হবে, যাতে নারীদের ক্ষমতায়ন করা যায়। নারীদের সমানাধিকারেও জোর দেওয়া হবে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক ও ধর্মভিক্তিক বৈষম্য দূর করার ওপর জোর দেওয়া হবে। মোদী জানিয়েছেন, তাঁর বিশ্বাস সংসদে বাজেট অধিবেশন চলাকালীন প্রতিটি সাংসদ বিশেষ করে তরুণা বিকশিত ভারত- এই এজেন্ডায় অবদানরাখবেন।

শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণের মাধ্যমে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। এর পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভা এবং রাজ্যসভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। সরকার বাজেট অধিবেশনের আর্থিক এজেন্ডা সহ ওয়াকফ (সংশোধনী) বিল সহ ১৬টি বিল বিবেচনার জন্য তালিকাভুক্ত করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মোদীর মোক্ষম চাল! 'ভারতই সবথেকে গুরুত্বপূর্ণ' দিল্লিতে পা রেখেই বার্তা মার্কিন রাষ্ট্রদূত Sergio Gor
'মন্দির লুট করা হয়েছে...' অজিত ডোভালের ৩৩ মিনিটের এই বক্তব্য ইতিহাস বদলে দেবে | NSA Ajit Doval