রাজস্থানে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে বুধবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

Published : Apr 10, 2023, 08:57 PM IST
 pm narendra modi bhopal visit flag off vande bharat train at rani kamalapati railway station

সংক্ষিপ্ত

রাজস্থানের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। দিল্লি ক্যান্টনমেন্ট থেকে আজমীর পর্যন্ত যাত্রাপথে চারটি স্টেশন থামবে। 

রাজস্থানের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে আগামী ১২ এপ্রিল অর্থাৎ বুধবার থেকে। আজমীর - দিল্লি ক্যান্টনমমেন্ট এই রুটে চলবে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। সেমি হাইস্পিড যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করনে বেলা ১১টা নাগাদ। ট্রেনটি চলবে জয়পুর ও দিল্লি ক্যান্টটনমেন্টের মধ্যে। ১৩ এপ্রিল অর্থাৎ উদ্বোধনের পরের দিন থেকেই ট্রেনটি নিয়মিত পরিষেবা দেবে যাত্রীদের। জয়পুর, আলওয়াল, গুরুগ্রাম, আজমির ও দিল্লি ক্যান্টনংমেন্টে থামবে।

নতুন বন্দে ভারত এক্সপ্রেস দিল্লি ক্যান্টের মধ্যে যাতায়াত করবে। এবং আজমির ৫ ঘন্টা ১৫মিনিটে লম্বা পথ পাড়ী দেবে। একই রুটের বর্তমান দ্রুততম ট্রেন, শতাব্দী এক্সপ্রেস, দিল্লি ক্যান্ট থেকে আজমীর যেতে সময় নেয় ৬ ঘন্টা ১৫ মিনিট। এইভাবে, নতুন বন্দে ভারত এক্সপ্রেস একই রুটে চলমান বর্তমান দ্রুততম ট্রেনের তুলনায় ৬০ মিনিট দ্রুত হবে।

আজমির - দিল্লি ক্যান্টনমেন্ট রুটে বন্দে ভারত হবে প্রথম সেমি হাইস্পিড ট্রেন যা হাই রাইজ ওভারহেট ইলেকট্রিক অঞ্চলে চলবে। ট্রেনটি পুষ্কর, আজমীর শরিফ দরগার মত পর্যটন স্থানগুলির ওপর দিয়ে যাতায়াত করবে। এটি এই এলাকার আর্থ সামাজিক উন্নয়নকে প্রভাবিত করবে।

১৩টি রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে ৪টি ভারতের জন্য গুরুপূর্ণ। কারণ চারটি রুট তীর্থযাত্রীদের গন্তব্য। ১৩টি রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে ৪টি ভারতের জন্য গুরুপূর্ণ। কারণ চারটি রুট তীর্থযাত্রীদের গন্তব্য। রাজস্থানের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসও তীর্থস্থানের ওপর দিয়ে যাবে। যা তার্থযাত্রীদের আকর্ষণ করবে বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ

palmistry: হাতের তালুর এই স্থানগুলিতে তিল থাকলে আপনি হবেন কোটিপতি

'এখন কেউ ভারতের সীমান্তের দিকে তাকাতে সাহস পায় না', অরুণাচলে দাঁড়িয়ে হুংকার অমিত শাহের

রাহুল গান্ধীর '২০ হাজার কোটি টাকা কোথা থেকে এল?', প্রশ্নের জবাবে লম্বা বিবৃতি আদানিদের

 

 

PREV
click me!

Recommended Stories

৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না
'তাঁর একচোখে দুর্যোধন অন্যচোখে দুঃশাসন'! অমিত শাহকে পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্য়ায়ের