PM Modi: কার্গিল দিবসেই নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন সিনকুন লা টানেলের, চিন-পাকিস্তানকে কড়া জবাব

Published : Jul 26, 2024, 10:53 AM ISTUpdated : Jul 26, 2024, 10:54 AM IST
pm modi to inaugurate Shinku La tunnel at Ladakh bsm

সংক্ষিপ্ত

সিনকুন লা সুড়ঙ্গ প্রকল্প ৪.১ কিলোমিটার দীর্ঘ জোড়া টিউব টানেল যা প্রায় ১৫,৮০০ ফুট উচ্চতায় নির্মাণ করা হচ্ছে। নিমু-পদুম-দরচা সড়কের ওপর নির্মিত এই সুঙ্গটি লে-র সঙ্গে সব ধরনের আবহাওয়া উপযোগী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। 

কার্গিল বিজয় দিবসের ২৫তম বার্ষিকীকে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লাদাখ সফরের পাশাপাশি কার্গিল যোদ্ধাদের সম্মান জানানোর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখে সিনকুন লা টানেল প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু সুড়ঙ্গ।

সিনকুন লা সুড়ঙ্গ প্রকল্প ৪.১ কিলোমিটার দীর্ঘ জোড়া টিউব টানেল যা প্রায় ১৫,৮০০ ফুট উচ্চতায় নির্মাণ করা হচ্ছে। নিমু-পদুম-দরচা সড়কের ওপর নির্মিত এই সুঙ্গটি লে-র সঙ্গে সব ধরনের আবহাওয়া উপযোগী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এর কাজ সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের সর্বোচ্চ সুড়ঙ্গ। এই সিনকুন লা সুড়ঙ্গ কেবলমাত্র সেনাবাহিনীর ও তাদের অস্ত্রশস্ত্র দ্রুত ও যথাযথ চলাচল নিশ্চিত করবে তা নয়, লাদাখের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও ত্বরান্বিত করবে।

সিনকুন লা টানেলটি আগামী চার বছরের মধ্যে তৈরির করে ফেলার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয়সরকার। এই টানেল তৈরি হলে চিনের মিলা টানেলকেও ছাড়িয়ে যাবে। মিলা টানেল ১৫.৬৯০ ফুট উঁচুতে রয়েছে। টানেলটি নিম্মু হিসাবে লাদাখ সেক্টরে মোতায়েন বাহিনীর জন্য সামরিক গতিশীলতা এবং লজিস্টিক সহায়তাকে বাড়িয়ে তুলবে। এদিন প্রধানমন্ত্রী নিজের ইউটিউবে সিনকুনলা টালেনের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেছেন, টানেলটি তৈরি হওয়া আত্মনির্ভর ভারত প্রকল্পে আরও একধাপ এগিয়ে যাওয়া।

এই টানেলটি এমন সময় তৈরি করা হচ্ছে যখন চিন আর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হচ্ছে। চিনের সঙ্গে গত তিন বছর ধরেই সীমান্ত অস্বস্তিকর অবস্থা রয়েছে। যার মধ্যে চিনা সেনার ভয়ঙ্কর আগ্রাসন দেখেছে লাদাখ। তাই সিনকুনলা টানেল তৈরি হয়ে গেলে সেনা বাহিনী যেকোনও ঋতুতেই সীমান্ত এলাকায় পৌঁছাতে পারবে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

৪.১ কিলোমিটার দীর্ঘ সিনকুন লা টানেল মানালি এবং লেহের মধ্যে ৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে ৩৫৫ থেকে ২৯৫ কিলোমিটারে নামিয়ে আনবে। এটি মানালি-লেহ এবং ঐতিহ্যবাহী শ্রীনগর-লেহ রুটের বিকল্প হবে। নিম্মু-পদাম-দারচা রাস্তাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি অন্য দুটি অক্ষের চেয়ে ছোট, এবং শুধুমাত্র একটি পাস অতিক্রম করে - ১৬.৬১৫-ফুট উচ্চ সুনকুন লা। বর্ডার রোড অর্গানাইজেশন এটি তৈরি করবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল
৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না