আইআইটি গ্লোবাল শীর্ষ সম্মেলনে প্রধান বক্তা নরেন্দ্র মোদী, শুরু হয়ে গেছে কাউন্টডাউন

Published : Dec 04, 2020, 08:32 PM IST
আইআইটি গ্লোবাল শীর্ষ সম্মেলনে প্রধান বক্তা নরেন্দ্র মোদী, শুরু হয়ে গেছে কাউন্টডাউন

সংক্ষিপ্ত

আইআইটি গ্লোবাল শীর্ষ সম্মেলনের প্রধান বক্তা মোদী  শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান  এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পুরনো সংস্থা    

আজ রাত সাড়ে নটায়  মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত আইআইটি ২০২০ গ্লোবাল শীর্ষ সম্মেনলে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি সম্মেলনে মূল আলোচ্য বিষয় হল ভবিষ্যৎই হল বর্তমান। একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ব অর্থনীতি প্রযুক্তি উদ্ভাবন, স্বাস্থ্য, আবাসন ও সর্বজনীন শিক্ষার মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। 


প্যান আইআইটি মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ বছররেও বেশি পুরনো একটি সংস্থা। ২০০৩ সাল থেকে এই সংস্থাটি সম্মেলনের আয়োজন করেছে। আর সেই সম্মেনলেন শিল্প, শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানান হয়ে থাকে। এই সংস্থাটির মূল উদ্যোক্তারা হলেন আইআইটির প্রাক্তনী। 
 

PREV
click me!

Recommended Stories

'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
এনডিএ সাংসদদের জন্য মোদীর নৈশভোজ আয়োজন: আঞ্চলিক ও বাজরা সমৃদ্ধ মেনু