PM Modi: ভোর ৫টায় কাজিরাঙ্গার জঙ্গল সাফারি প্রধানমন্ত্রী মোদীর, দেখুন সেরা ছবিগুলি

অসম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি ঘুরে দেখেন অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। ভোর ৫টা থেকে শুরু করেন জঙ্গল সাফারি।

 

Saborni Mitra | Published : Mar 9, 2024 11:34 AM
111
দুই দিনের অসম-অরুণাচল সফর

দুই দিনের অসম ও অরুণাচল প্রদেশ সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছে সরকারি কর্মসূচি রয়েছে তাঁর।

211
ভোরে জঙ্গল সাফারি

সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সফর করেন। ভোর পাঁচটায় শুরু হয় জঙ্গল সাফারি।

311
২ ঘণ্টার সফর

কাজিরাঙ্গা ন্যাশালান পার্কে প্রায় ২ ঘণ্টা সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিপ সাফরিতে ঘুরেছেন। পাশাপাশি হাতির পিঠে উঠে ঘুরে দেখেছেন জঙ্গের বিস্তীর্ণ এলাকা। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করেছেন তিনি।

411
শুক্রবার রাতেই অসমে প্রধানমন্ত্রী

শুক্ররাত রাতে মোদী অসমের তেজপুরে পৌঁছেছিলেন। সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা বলেন। মোদীর সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অসমে।

511
জঙ্গল সাফারিতে মোদীর পোশাক

কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে সফরের সময় মোদী এটি ধূসর রঙের হাফ টিশার্ট করেছেন। সঙ্গে ছিল হাফ জ্যাকেট। তাঁর এই পোশাকও দৃষ্ট আকর্ষণ করেছে। সঙ্গে ছিল রোদ চশমা ও কালো টুপি।

611
নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা মোদী

কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের দায়িত্বপ্রাপ্ত মহিলা কর্মী ও পুলিশ গার্ডদের সঙ্গে কথা বলেন তিনি।

711
ছবি তোলেন মোদী

কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি নিজেই ক্যামেরা দিয়ে বেশি কিছু ছবিও তোলেন। প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি পশুপাখিদের ছবিও ক্যামেরাবন্দি করেন তিনি।

811
প্রথম প্রধানমন্ত্রী মোদী

নরেন্দ্র মোদি দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি কাজিরাঙ্গায় রাত্রিযাপনের পর জঙ্গল সাফারিতে যান।

911
জঙ্গল সাফারিতে মোদী

কাজিরাঙ্গায় তার প্রথম সফরের সময়, তিনি প্রথমে পার্কের সেন্ট্রাল কোহোরা রেঞ্জের মিহিমুখ এলাকায় একটি হাতি চড়েছিলেন। তিনি জিপে করেও ঘুরে দেখান।

1011
কথা কর্মকর্তাদের সঙ্গে

এই সময় কাজিরাঙ্গা পার্কের ডিরেক্টর সোনালী ঘোষ এবং অন্যান্য ঊর্ধ্বতন বন কর্মকর্তারাও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন।

1111
অন্য মেজাদে মোদী

সবমিলিয়ে এদিন সকালে সম্পর্ণ অন্য মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos