দুই দিনের অসম ও অরুণাচল প্রদেশ সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছে সরকারি কর্মসূচি রয়েছে তাঁর।
ভোরে জঙ্গল সাফারি
সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সফর করেন। ভোর পাঁচটায় শুরু হয় জঙ্গল সাফারি।
২ ঘণ্টার সফর
কাজিরাঙ্গা ন্যাশালান পার্কে প্রায় ২ ঘণ্টা সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিপ সাফরিতে ঘুরেছেন। পাশাপাশি হাতির পিঠে উঠে ঘুরে দেখেছেন জঙ্গের বিস্তীর্ণ এলাকা। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করেছেন তিনি।
শুক্রবার রাতেই অসমে প্রধানমন্ত্রী
শুক্ররাত রাতে মোদী অসমের তেজপুরে পৌঁছেছিলেন। সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা বলেন। মোদীর সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অসমে।
জঙ্গল সাফারিতে মোদীর পোশাক
কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে সফরের সময় মোদী এটি ধূসর রঙের হাফ টিশার্ট করেছেন। সঙ্গে ছিল হাফ জ্যাকেট। তাঁর এই পোশাকও দৃষ্ট আকর্ষণ করেছে। সঙ্গে ছিল রোদ চশমা ও কালো টুপি।
নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা মোদী
কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের দায়িত্বপ্রাপ্ত মহিলা কর্মী ও পুলিশ গার্ডদের সঙ্গে কথা বলেন তিনি।
ছবি তোলেন মোদী
কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি নিজেই ক্যামেরা দিয়ে বেশি কিছু ছবিও তোলেন। প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি পশুপাখিদের ছবিও ক্যামেরাবন্দি করেন তিনি।
প্রথম প্রধানমন্ত্রী মোদী
নরেন্দ্র মোদি দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি কাজিরাঙ্গায় রাত্রিযাপনের পর জঙ্গল সাফারিতে যান।
জঙ্গল সাফারিতে মোদী
কাজিরাঙ্গায় তার প্রথম সফরের সময়, তিনি প্রথমে পার্কের সেন্ট্রাল কোহোরা রেঞ্জের মিহিমুখ এলাকায় একটি হাতি চড়েছিলেন। তিনি জিপে করেও ঘুরে দেখান।
কথা কর্মকর্তাদের সঙ্গে
এই সময় কাজিরাঙ্গা পার্কের ডিরেক্টর সোনালী ঘোষ এবং অন্যান্য ঊর্ধ্বতন বন কর্মকর্তারাও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন।
অন্য মেজাদে মোদী
সবমিলিয়ে এদিন সকালে সম্পর্ণ অন্য মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।