PM Modi: ভূটানে রাজপরিবারের অতিথি মোদী, রাকুমারদের সঙ্গে কথাবার্তার ছবিগুলি দেখুন

প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রীকে ৫ রেসিডেন্স লিংকানা প্রাসাদে ভূটানের রাজা আমন্ত্রণ জানিয়েছেন। সেই ছবিই প্রকাশ্যে এসেছে।

 

Saborni Mitra | Published : Mar 25, 2024 3:13 PM IST
17
রাজপরিবারের সঙ্গে মোদী

ভূটান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূটানের রাজা জিহমে খেসরা নামগেল ওয়াংচুক সেই সময়ই নরেন্দ্র মোদীর জন্য একটি পারিবারিক নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজপরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। মেতে ওঠেন তাদের সঙ্গে গল্পে। রাজপরিবারের ক্ষুদের সদস্যদের কথাও মোদী শোনেন গুরুত্ব দিয়ে।

27
রাজকুমারের সঙ্গে মোদী

প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রীকে ৫ রেসিডেন্স লিংকানা প্রাসাদে ভূটানের রাজা আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার আয়োজিত ব্যক্তিগত ডিনারে রাণী জেটসুন পেমা ও তাদের তিন সন্তান জিগমে নামগিয়েল, জিগমে উগিয়েন এবং সোনম ইয়াংডেনের সঙ্গে ভূটানের পুরো রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

37
রাজ-রানীর সঙ্গো মোদী

দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্ক তুলে ধরে রাজ পরিবারের সদস্যরা মোদীর সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে। নৈশভোটের বেশ কিছু সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে দুই যুবরাজের সঙ্গে কথাবার্তা বসেছেন। রাজকুমারে সোনম রানী পেমার কোলে রয়েছে।

47
ভূটান সফরে মোদী

ভূটানের এক প্রশাসনিক কর্তা জানিয়েছেন, 'এর আগে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীকে রাজা ব্যক্তিগত নৈশভোজ দেননি। প্রধানমন্ত্রী মোদী প্রথম। এটি প্রথম বার যখন কোনও ভারতীয় প্রধানমন্ত্রীকে লিঙ্কানা প্রসাদে আতিথ্য দেওয়া হয়েছিল। এই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীকে ভূটানের সর্বোচ্চ পুরষ্কার দেওয়া হয়েছে। তিনি প্রথম নাগরিক যাকে এই সম্মান দেওয়া হয়েছে।'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূটান সফরে এই দুটি বিষয় যথেষ্ট গুরুত্ব পেয়েছে।

57
ভূটান সফরে মোদী

ভূটানে প্রধানমন্ত্রী মোদীকে অভূতপূর্ব স্বাগত জানানোর জন্য পারো থেকে থিম্পু পর্যন্ত ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল ভূটানের বাসিন্দারা। থিম্পুর হোটেলের বাইরে তাঁকে স্বাগত জানায় প্রবাসী ভারতীয়রা। এই সফরে মোদীকে গার্ড অব অনারও দেয় ভূটান সরকার।

67
বিশেষ সম্মান মোদীকে

ব়্যাঙ্কিং-এর প্রধান্যের ভিত্তি অর্ডার অব দ্যা ড্রুক ব্যালপো আজীবন কৃত্বের অলঙ্করণ হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এটি ভূটানের প্রদান করা সর্বোচ্চ সম্মান। এখনও পর্যন্ত এই পুরস্কার বা সম্মান মাত্র চার জনকে প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী হলেন প্রধান বিদেশী সরকারে প্রধান যাকে ভূটান এই সর্বোচ্চ সম্মান প্রদান করল।

77
সম্মান প্রদানের কারণ

ভূটানের পক্ষ থেকে জানিয়েছে, নরেন্দ্র মোদী জাতীয় , আঞ্চলিক, বিশ্বের নেতৃত্বের এক অসামান্য মূর্ত প্রতীক। তাঁর নেতৃত্বে ভারত বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। ভারতের প্রাচীন সভ্যতাকে প্রযুক্তি ও উদ্ভাবনের একটি গতিশীল কেন্দ্রে রূপান্তরিত করে প্রধানমন্ত্রী মোদী সর্বদাই চেষ্টা করেছেন। পরিবেশ রক্ষা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগ করার জন্য তাঁর প্রতিশ্রুতি ভারতের অগ্রগতিকে সত্যিকার অর্থে বৃত্তাকার করে তোলে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব ভারতকে রূপান্তরের পথে বসিয়েছে এবং ভারতের নৈতিক কর্তৃত্ব ও বিশ্বব্যাপী প্রভাব বেড়েছে। মোদীর বিদেশনীতির কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর বিদেশ নীতি দক্ষিণ এশিয়াকে শক্তিশালী করেছে। শংসাপত্রে লেখা হয়েছে, মোদীর নীতির কারণে ভারত-ভূটান পাশাপাশি এসেছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos