PM Modi: রাম মন্দির উদ্বোধনের ৬ দিন আগে লেপাক্ষী মন্দিরে নরেন্দ্র মোদী, জানুন এই স্থানের ধর্মীয় মাহাত্ম্য

Published : Jan 16, 2024, 03:09 PM IST
pm Modi will pray at the Veerbhadra Temple in Lepakshi Know the greatness of this place bsm

সংক্ষিপ্ত

অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের আর বাকি মাত্র ৬ দিন। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেপাক্ষী মন্দির সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 

রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে তিনি নিজেই ১১ দিনের ধর্মীয় রীতি পালনের কথা বলেছেন। সেইমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী বীরভদ্র মন্দিরে যাবেন। সেখানে প্রার্থনা করবেন। পাশাপাশি তেলেগু ভাষায় রচিত রঙ্গনাথ রামায়ণ শ্লোক শুনবেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের কালারাম মন্দিরে গিয়ে তীর্থক্ষেত্র স্বচ্ছ্বতা অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি মন্দির সাফ সাফাই অভিযানে সামিল হয়েছিলেন।

অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের আর বাকি মাত্র ৬ দিন। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেপাক্ষী মন্দির সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ এই স্থানের সঙ্গে রামায়ণের যোগ রয়েছে। রামায়ণে বর্ণিত এই বিশেষ স্থানও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিদর্শন করবেন।

রামায়ণের লেপাক্ষী এলাকার গুরুত্ব-

লেপাক্ষী মন্দির রয়েছে অন্ধ্র প্রদেশের বীরভদ্র এলাকায কথিত রয়েছে এই স্থানেই মৃত্যু হয়েছে জয়াটুর। এই স্থানে মৃত্যুর আগে জটায়ু ভগবান শ্রীরামকে বলেছিলেন সীতাকে রাবণ অপহরণ করে দক্ষিণ দিকে দিকে নিয়ে গেছে। আকাশপথে সীতাকে নিয়ে যাচ্ছে- এই তথ্যও জয়াটু শ্রীরামকে দিয়েছিলেন।

রামায়ণে বর্ণিত রয়েছে লঙ্কা রাজ রাবণের পথ আটকে দাঁড়িয়েছিলেন জটায়ু। সেই সময় তাঁর সঙ্গে রাবণের প্রবল যুদ্ধ হয়েছে। কিন্তু রাবণ খুবই নৃশংসতার সঙ্গে জটায়ুর ডানা কেটে দিয়েছিল। তাতে মাটিতে পড়ে গিয়েছিলেন জটায়ু। কিন্তু ভগবান শ্রীরামের জন্য তিনি প্রাণঁ হাতে নিয়ে অপেক্ষা করছিলেন। রামকে সবকথা জানিয়ে তিনি প্রাণত্যাগ করেন। কথিত রয়েছে জয়াটুর শেষকৃত্য সম্পন্ন করেন শ্রীরাম।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাসিকের শ্রী কালারাম মন্দির পরিদর্শন করার পরে লেপাক্ষী সফরটি এসেছে। কয়েকদিন আগে, প্রধানমন্ত্রী মোদী নাসিকের গোদাবরী নদীর তীরে অবস্থিত পঞ্চবটি পরিদর্শন করেছিলেন। তিনি কালা রাম মন্দিরে প্রার্থনা করেছিলেন এবং মারাঠিতে রামায়ণ থেকে ভগবান রামের অযোধ্যা আগমন সম্পর্কিত শ্লোকগুলি শুনেছিলেন

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি