আগামী মাসেই আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক!

Published : Aug 13, 2025, 08:45 AM IST

Modi Visit America: আগামী মাসেই ফের আমেরিকা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের সঙ্গে শুল্ক সংঘাতের আবহে  ফের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। আর কী কী কর্মসূচি রয়েছে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
16
আমেরিকা সফরে মোদী

আগামী মাসে ফের আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বর মাসে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। 

26
মোদী-ট্রাম্প ফের সাক্ষাতের সম্ভাবনা!

সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ আমেরিকা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, জাতিসঙ্ঘের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করতে পারেন নমো। কারণ, শুল্ক সঙ্ঘাতে ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্যিক পরিস্থিতির অবনতি ঘটেছে তা নিরসনের জন্য ফের বৈঠক করতে পারেন  এই দুই রাষ্ট্রনেতা।  

36
কবে যাচ্ছেন প্রধানমন্ত্রী?

সরকারি সূত্র মারফত খবরে জানা গিয়েছে যে, আগামী সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বৈঠক রয়েছে। এই অধিবেশনের ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন। এছাডা়ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে মোদীর। 

46
বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

২৩ সেপ্টেম্বর আমেরিরকার নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত জাতিসঙ্ঘের এই বৈঠকে যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। শুধু তাই নয়, বৈঠকের ফাঁকে ট্রাম্প-জেলেনস্কি সহ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্ঘেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। 

56
তলানিতে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক

২৫ এর পর একধাক্কায় ৫০। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক কর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কর নিয়ে ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারিতে ক্রমশ তলানিতে ঠেকেছে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক। এই আবহে মোদীর দ্বিতীয়বার আমেরিকা সফরে ট্রাম্পের সঙ্গে বাণিজ্যিক আলোচনা কতটা ফলপ্রসূ হয় এখন সেটাই দেখার।  

66
মোদী-ট্রাম্প বৈঠক নিয়ে জল্পনা

ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক হবে কীনা সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা না গেলেও দুই রাষ্ট্রনেতার বৈঠক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কারণ, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর মোদী তাকে ভারতের বন্ধু বলে দাবি করেছিল। কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক নীতি সেই সম্পর্ক তলানিতে নিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে কী কথা হয় দুই রাষ্ট্রনেতার এখন সেটাই দেখার। 

Read more Photos on
click me!

Recommended Stories