সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হল- 'নির্বাচন কমিশন ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। আধার কার্ডকে কখনই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না। এটা যাচাই করার প্রয়োজন রয়েছে।'
মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠেছিল বিহারের ভোটার তালিকা নিবির সমীক্ষা মামলা। সেখানেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আধার কার্ড কখনই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। এদিন সুপ্রিম কোর্টের দীর্ঘ সময় ধরে চলে SIR ইস্যুতে মামলা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেট ৪টে পর্যন্ত চলে মামলা। সেখানেই ওঠে আধার কার্ড ইস্যু। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে উঠেছিল মামলাটি। এই মামলার পরবর্তী শুনানি হয়ে বুধবার।
26
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হল- 'নির্বাচন কমিশন ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। আধার কার্ডকে কখনই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না। এটা যাচাই করার প্রয়োজন রয়েছে।' যদিও সুপ্রিম কোর্টই পূর্বে বিহারের ভোটার তালিকা নিবিড় সংশোধনের জন্য এই কার্ডকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যায় কিনা তা বিবেচনা করে দেখার পরামর্শ দিয়েছিল। কিন্তু কমিশন সেই পরামর্শ খারিজ করে দিয়েছিল।
36
নাগরিকত্বের প্রমাণ কী?
আধার কার্ড ও ভোটার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তা হলে নাগরিকত্বের প্রমাণ কী জন্মের সংশাপত্রই নাগরিকত্বের শেষ প্রমাণ! তার উত্তর এখনও পাওয়া যায়নি। পাশাপাশি রাষ্ট্রের দেওয়া রেশন কার্ডও নাগরিকত্বের প্রমাণ নয় বলে পূর্বেই জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
46
ভোটার তালিকা
কমিশনের আইনজীবী এদিন সুপ্রিম কোর্টে বলেছেন, ২০০৩ সালের তালিকা যে কেউ দেখতে পাবেন। এরজন্য কোনও নথি লাগবে না। কারও কাছে যেতে হবে না। পাল্টা বিচারপতি বলেন, 'হতে পারে বিশ্বাসের ওপর ঘাটতি থেকেই কমিশনকে বলা হচ্ছে।' ভোটার তালিকা দেখা নিয়ে কোর্টে সওয়াল করেছিলেন প্রশান্ত ভূষণ। তিনি বলেন একজন ভোটারের ভোটার তালিকা দেখার অধিকার রয়েছে।
56
মৃত ভোটার ইস্যু
বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, 'এই সমীক্ষার মূল উদ্দেশ্য হতে পারে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া। মৃত ব্যক্তিরা রয়েছেন কি না তা দেখার। এটা ড্রাফ্ট (খসড়া) তালিকা। এই তালিকা রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়। সেখানে কোনও আপত্তি থাকলে তারা জানাক। কিন্তু ভুল তথ্য দিলে কমিশন তো যাচাই করবে।'
66
নাম বাদ ইস্যু
বিচারপতি সূর্য কান্ত বলেন, কারও নাম বাদ দেওয়া হয়েছে, 'এটি কি আশঙ্কা? না কি এর সত্যতা রয়েছে? তা আমরা বোঝার চেষ্টা করছি।' তিনি আরও বলেন, '৭ কোটি ২৪ লক্ষ ভোটার আবেদন জমা দিয়েছে। (বাদ পড়া) ৬৫ লক্ষের মধ্যে ২২ লক্ষ মৃত, তা নিয়ে কোনও সমস্যা থাকার কথা নয়। ৩৬ লক্ষ অন্যত্র চলে গিয়েছে। আপনাদের কাছে স্থানান্তরিত ভোটার নিয়ে একটা ধূসর এলাকা থাকতে পারে!'