PM Modi Wishes Harnaaz: মিস ইউনিভার্স খেতাব জিততেই হারনাজকে শুভেচ্ছা মোদীর, কী বললেন প্রধানমন্ত্রী

২০০০ সালে অভিনেত্রী লারা দত্তর খেতাব জেতার পর ২১ বছর পর ফের ভারতের মেয়ে হারনাজ সান্ধুর মাথায় উঠল মিস ইউনিভার্সের খেতাব। মিস ইউনিভার্স ২০২১ জয়ের মুকুট মাথায় উঠতেই সোশ্যাল মিডিয়ায় হারনাজ সান্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া, লারা দত্ত সহ বলিউডের অনেকেই। জয়ের মুকুট মাথায় ওঠার পরই হারনাজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মোদীজি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে মোদীর টুইট।

Riya Das | Published : Dec 13, 2021 7:03 PM IST

দীর্ঘ ২১ বছরের অপেক্ষা শেষ। ইজরায়েলে অনুষ্ঠিত  ৭০ তম  মিস ইউনিভার্স হলেন (Miss Universe 2021) ভারতের মেয়ে হারনাজ সান্ধু। সুস্মিতা সেন, লারা দত্তর পর ২১ বছর বাদে তৃতীয় ভারতীয় সুন্দরী হলেন হারনাজ সান্ধু।  ২০০০ সালের পর ফের ২০২১ সালে চন্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধুর (Harnaaz Sandhu) মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট। ইজরায়েলের ইলায় ৭০ তম মিস ইউনিভার্স ২০২১-এ (Miss Universe 2021) ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন হারনাজ সান্ধু। এবং ৭৯ টি দেশের প্রতিযোগীদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন ভারতের মেয়ে হারনাজ সান্ধু (Harnaaz Sandhu)  । ২০০০ সালে অভিনেত্রী লারা দত্তর খেতাব জেতার পর ২১ বছর পর ফের ভারতের মেয়ে হারনাজ সান্ধুর মাথায় উঠল মিস ইউনিভার্সের খেতাব।

 ২০২১ সালে ২১ বছর পর ফের ভারতের মেয়ে হারনাজ সান্ধুর (Harnaaz Sandhu)  মিস ইউনিভার্সের খেতাব (Miss Universe 2021) জেতার পরই শুভেচ্ছায় ভরে দিয়েছেন সান্ধুকে।  মিস ইউনিভার্স ২০২১ জয়ের মুকুট মাথায় উঠতেই সোশ্যাল মিডিয়ায় হারনাজ সান্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া, লারা দত্ত সহ বলিউডের অনেকেই। জয়ের মুকুট মাথায় ওঠার পরই হারনাজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( PM Narendra Modi)। এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মোদীজি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে মোদীর টুইট ( PM Narendra Modi)।

চন্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধুর (Harnaaz Sandhu)  মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। হাড্ডাহড্ডি লড়াইয়ে প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা মসওয়ানেকে টপকে মিস ইউনিভার্স ২০২১-এর মুকুট ছিনিয়ে নিয়েছেন (Miss Universe 2021) পাঞ্জাবের ২১ বছরের যুবতী  হারনাজ সান্ধু। সোনালি স্লিভলেস গাউনে গর্জিয়াস হারনাজের  সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে হিরে খচিত মিস ইউনিভার্সের তাজ । মিস ইউনিভার্সের খেতাব জয়ের পরেই মঞ্চে রীতিমতো আবেগঘন হয়ে পড়েন হারনাজ সান্ধু। হারনাজের এই জয়ে গোটা দেশ আজ গর্বিত। ব্রহ্মান্ড সুন্দরীর প্রতিযোগিতায় দীর্ঘ ২১ বছর পর দেশকে সাফল্য  এনে দেওয়ার পর নিজের মাতৃভাষাতেই প্রতিক্রিয়া জানিয়ে (Harnaaz Sandhu) হারনাজ বলেন 'চক দে ফট্টে ইন্ডিয়া'। গৌরবময় এই সোনালি মুহূর্ত আজ চোখে জল এনে দিয়েছে সমস্ত ভারতবাসীর। মাত্র ১৭ বছর বয়স থেকেই সুন্দরী প্রতিযোগিতায় যোগ দিতে শুরু করেন হারনাজ। এর আগেও মিস ডিভা ২০২১, ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব ২০১৯-এ খেতাব জিতেছেন। এখানেই শেষ নয়, ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯ প্রতিযোগিতায় শীর্ষ ১২ জনের মধ্যেও ছিলেন হারনাজ সান্ধু। মাত্র ৪ বছরের মধ্যেই মিস ইউনিভার্সের মুকুট উঠল হারনাজের (Harnaaz Sandhu) মাথায়।

Share this article
click me!