Farmers' Protest: 'পঞ্জাবে এলে মোদী বেঁচে ফিরবে না', খোলাখুলি হুঁশিয়ারি দিলেন কৃষকরা

Published : Feb 14, 2024, 02:04 PM IST
Farmers' Protest

সংক্ষিপ্ত

উত্তর থেকে দক্ষিণ, ভারতের বিভিন্ন রাজ্যে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী স্লোগান। তারই মধ্যে, ভাইরাল হয়েছে মোদীকে নিয়ে মন্তব্য করা একটি চাঞ্চল্যকর ভিডিও।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে সারা দেশ জুড়ে আবার জেগে উঠেছে কৃষকদের বিদ্রোহ। মোদী সরকার দ্বারা প্রণীত আইনে ক্ষুব্ধ কৃষকরা কার্যত বন্ধ করে দিয়েছেন রাজধানী দিল্লির রাস্তাঘাট। উত্তর থেকে দক্ষিণ, ভারতের বিভিন্ন রাজ্যে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বিরোধী স্লোগান। তারই মধ্যে, ভাইরাল হয়েছে মোদীকে নিয়ে মন্তব্য করা একটি চাঞ্চল্যকর ভিডিও। 

-

ভারতে পঞ্জাব রাজ্যের মানুষদের অধিকাংশেরই প্রধান জীবিকা হল কৃষিকাজ। ফলত, এই রাজ্যে ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে কৃষক বিদ্রোহ (Farmers' Protest) । এই রাজ্য থেকেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উঠেছে ধ্বংসাত্মক বার্তা। ক্যামেরার সামনেই সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিতে দেখা গেছে একজন কৃষককে। তিনি স্পস্ততই বলেছেন, ‘নরেন্দ্র মোদী পঞ্জাবে আসলে আর বেঁচে ফিরবেন না।’

-

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। বক্তাকে বলতে শোনা গেছে, “মোদী গতবার পঞ্জাব থেকে পালিয়ে গিয়েছিলেন,  এবার যদি তিনি পঞ্জাবে আসেন, তাহলে তাঁকে রেহাই দেওয়া হবে না।” 

-
 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাতের গোয়ায় নাইট ক্লাবে ভয়ঙ্কর দুর্ঘটনা, সিলিন্ডার বিস্ফোরণে পর্যটক সহ নিহত অন্তত ২৩ জন
News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে