রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদের বাদল অধিবেশন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মোদীর, কী বললেন প্রধানমন্ত্রী

দেশ জুড়ে চলছে ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন ( Presidental Election 2022) । ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একইসঙ্গে সংসদের বাদল অধিবেশন নিয়েও দিলেন গুরুত্বপূর্ণ বার্তা।
 

শুরু হয়ে গিয়েছে রাইসিনার লড়াই। রামনাথ কোবিন্দ পরবর্তী সময়ে দেশের আগামি রাষ্ট্রপতি কে হবেন তা  নির্ধারিত হবে সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে। একদিকে এনডিও মনোনীত প্রাথী দ্রৌপদী মূর্মূ, অপরদিকে বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা। লড়াইয়ে এনডিএ প্রার্থী এগিয়ে থাকলেও রাইসিনার কে যাবেন তা জানা যাবে ২১ জুলাই। সোমবার সকাল থেকেই দেশ জুড়ে শুরু হয়ে যায় ভোট গ্রহণ। বিভিন্ন রাজ্যে গোপন ব্যালটে ভোট দেন বিধায়ক , সাংসদরা। সোমবার সংসদে বাদল অধিবেশনেরও শুরুর দিন। এদিন সকাল সকাল ভোট দেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষাপটে বাদল অধিবেশনের শুরুতে সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী। বাদল অধিবেষশনের গুরুত্ব সহ  রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। 

 

Latest Videos

 

দেশের স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষপূর্তির আগে এই অধিবেশন তাৎপর্যপূর্ণ, দেশের  সংকল্প নেওয়ার সময়, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির মাগ দর্শনের গুরুত্ব কতটা জানান প্রধানন্ত্রী। মোদী বলেন,'এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজাদি কি অমৃত মহোৎসব চলছে। সেই সময় এই অধিবেশন খুব তাৎপর্যপূর্ণ। এই সময় সংকল্প নেওয়ার সময়। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। এরই মধ্যে চলছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদ নির্বাচন। এই বাদল অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতির মার্গদর্শন পাব।' পাশাপাশি মোদী বলেন, 'সংসদে খোলা পরিবেশে বিশ্লেষণ, আলোচনা, তর্ক বিতর্ক হোক, বিশ্লেষণ হোক। ফলপ্রসূ হোক সেই আলোচনা। এর ফলে ভবিষ্যতের নীতি নির্ধারণ করতে সুবিধা হবে। তাই সকল সদস্যদের কাছে এটাই আবেদন করব উত্তম চর্চা করুন, সংসদকে আরও সমৃদ্ধ করে তুলুন। সকলের প্রয়াসে দেশ চলে, সংসদ চলে, ভাল কিছু নির্ণয় করা যায়। তাই প্রত্যেকের যা কর্তব্য তা করা উচিত।' প্রধানমন্ত্রীর বক্তব্যের শুরু হয় অধিবেশন। এবারের অধিবেশন চলাকালীন ক্যান্টনমেন্ট বিল, মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটি বিল সহ মোট ২৪টি নতুন বিল নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।  সুষ্ঠুভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

 

 

প্রসঙ্গত, সোমবার সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। দেশের বিভিন্ন প্রান্তে ভোট দেন রথী মহারথীরা। ভোট দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী  যোগী আদিত্যনাথ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, মধ্যপ্রেদশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সহ অন্য়ান্যরা। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের