PM Narendra Modi: সুদান থেকে উদ্ধার হওয়া হাক্কি পিক্কি উপজাতির মানুষদের সঙ্গে কথা বললেন মোদী

PM Narendra Modi: সুদান থেকে উদ্ধার হওয়া হাক্কি পিক্কি উপজাতির মানুষদের সঙ্গে কথা বললেন মোদী

Published : May 07, 2023, 06:55 PM IST

রবিবার প্রধানমন্ত্রী শিবমোগায় হাক্কি পিক্কি উপজাতির সদস্যদের সঙ্গে কথা বলেছেন। সুদান থেকে উদ্ধার হওয়া ভারতীয়রা সরকারের নেওয়া পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

রবিবার প্রধানমন্ত্রী শিবমোগায় হাক্কি পিক্কি উপজাতির সদস্যদের সঙ্গে কথা বলেছেন। সুদান থেকে উদ্ধার হওয়া ভারতীয়রা সরকারের নেওয়া পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা বলেছেন, সুদানে তাঁরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। ভারতীয় দূতাবাদ কীভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে তাও বিস্তারিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁরা ডবল ইঞ্জিন সরকার নয়, তৃতীয় ইঞ্জিনের সরকার চালাচ্ছে। যা দেশের রাজ্যে আর বিদেশেও কার্যকর।

পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন হাক্কি পিক্কি উপজাতীর কথা স্মরণ করেছেন। বলেছেন, এঁদের পূর্ব পুরুষরা কী করে মহারানা প্রতাপের পাশে দাঁড়িয়েছিলেন। 
 

20:23অনুপ্রবেশকারী ইস্যুতে ধুন্ধুমার! রাজ্যসভায় বিস্ফোরক শমীক, পাল্টা তোপ তৃণমূলের
04:15'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
06:08সংসদে 'SIR' নিয়ে বিরোধীদের কড়া জবাব, বিরোধীদের কার্যত ধুয়ে দিলেন সুধাংশু ত্রিবেদী
05:13Lok Sabha : সংসদে বসে ই-সিগারেট টানছিলেন TMC সাংসদ! ধরে ফেললেন অনুরাগ ঠাকুর, কী হল দেখুন!
07:43রাহুলের বাউন্সার, শাহের ছক্কা! 'SIR' ইস্যুতে সংসদে ধুন্ধুমার লড়াই! দেখুন ভিডিও
07:45'বন্দে মাতরম গাইব না আমরা' সাংসদের এই মন্তব্যের পর 'পাকিস্তানে চলে যাও' স্লোগান সংসদে!
06:02কেন্দ্রকে নজিরবিহীন আক্রমণ, SIR নিয়ে লোকসভায় একী বললেন ডিম্পল যাদব, দেখুন
04:51Mamata Banerjee : কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতার, পাল্টা আক্রমণে বিজেপির ভাবনা বোহরা
22:35Kalyan Banerjee : 'SIR সংবিধান বিরোধী!' সংসদে বিরাট হুঙ্কার সাংসদ কল্যাণের, ঠিক কী বললেন?
07:41Iqra Choudhary : 'তোষণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে' সংসদে ইকরা চৌধুরীর হুঙ্কার!
Read more