টুইটার অ্যাকাউন্ট থেকে ভারতের তৃতীয় চন্দ্রযান উৎক্ষেপণের জন্য শুভেচ্ছা বার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
‘১৪ই জুলাই ২০২৩ ভারতের মহাকাশ সেক্টরের ক্ষেত্রে সর্বদা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ এই বলেই উচ্ছ্বসিত দেশের প্রধানমন্ত্রী। কারণ, ভারত থেকে আজ চাঁদের পথে যাত্রা শুরু করছে চন্দ্রযান ৩। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দীর্ঘ পথ পাড়ি দেবে এই মহাকাশযান। চন্দ্রযান ২-এর ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে আজকের এই যাত্রা ভারতের তৃতীয় চন্দ্র অভিযান। টুইটার অ্যাকাউন্ট থেকে ভারতের তৃতীয় চন্দ্রযান উৎক্ষেপণের জন্য শুভেচ্ছা বার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোশ্যাল মিডিয়ায় নমো লিখেছেন, “১৪ই জুলাই ২০২৩ ভারতের মহাকাশ সেক্টরের ক্ষেত্রে সর্বদা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চন্দ্রযান ৩, আমাদের তৃতীয় চন্দ্র অভিযান, যাত্রা শুরু করবে। এই অসাধারণ মিশন আমাদের জাতির আশা ও স্বপ্ন বহন করবে।”
উল্লেখ্য, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) দ্বারা পরিচালিত ভারতের তৃতীয় চন্দ্র অভিযান। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা দেওয়ার নজির গড়তে চলেছে ভারত। সম্পূর্ণ বিশ্বে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে আমাদের দেশ, সমগ্র মানব জাতির ইতিহাসে এ এক অনন্য পদক্ষেপ। তা ছাড়া, চন্দ্রযান-৩ এর অভিযান সফল হলে, এটি হবে চন্দ্রপৃষ্ঠে ভারতের প্রথম সফল অবতরণ।
আরও পড়ুন-
Chandrayaan 3 Launch: চাঁদে যাওয়ার কাউন্টডাউন শুরু, কেন চন্দ্রযান ৩-এর অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ? জেনে নিন
PM Modi in France: ফ্রান্সে একগুচ্ছ কর্মসূচি নিয়ে নরেন্দ্র মোদী, এক ঝলকে দেখে নিন প্রধানমন্ত্রীর শিডিউল
Vastu Tips: ঘরের বাস্তু দোষ কাটাবেন কীভাবে? অবশ্যই মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম