মোদী সরকার দিল্লির ক্ষমতায় আসার পর থেকেই রেল বাজেট আর আলাদা করে পেশ হয় না। বর্তমানে সাধারণ বাজেটের সঙ্গেই পেশ করা হয় রেল বাজেট।
210
নির্মলার রেলের জন্য বরাদ্দ
শনিবার সাধারণ বাজেট পেশ করার সময় নির্মলা সীতারমন রেল নিয়ে বড় কোনও ঘোষণা করেননি। বাজেট নথি অনুযায়ী মোদী সরকার রেলের জন্য বরাদ্দ বাড়ায়নি।
310
রেলের জন্য বরাদ্দ
নির্মলা সীতারামন রেলের জন্য বরাদ্দ করেছেন মাত্র ২.৫২ লক্ষ কোটি টাকা। যা গত বছরের মতই।
410
রেলের কাজ
ট্র্যাক সম্প্রসারণ, রোলিং স্টক ক্রয়, বিদ্যুতায়ন, সিগন্যালিং উন্নতি এবং স্টেশন আধুনিকীকরণ সহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রকল্পগুলিতে কাজ করতে হবে রেলকে। পাশাপাশি যাত্রী সুরক্ষার দিকেও নজর দিতে হবে।
510
বাজেটে রেল নিয়ে বঞ্চনা
নির্মলার বাজেট পেশ করার পরই রেল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ উঠেছে। কারণ রেল হল ভারতের যোগাযোগ ব্যবস্থার লাইফলাইন। কবচ প্রকল্প নিয়ে কিছু বলা হয়নি বাজেটে। যা যাত্রী সুরক্ষায় গুরুত্বপূর্ণ।
610
অভিযোগ উড়িয়ে দিয়েছেন রেলমন্ত্রী
বাজেটে রেল নিয়ে বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন নির্মলা রেলের জন্য বিরাট বরাদ্দ করেছেন। যাত্রী নিরাপত্তায় জোর দেওয়া যাবে।
710
রেলমন্ত্রীর ঘোষণা
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলে যে বিরাট বরাদ্দ হয়েছে তাতে আগামী দিনে যাত্রী সুরক্ষা, রেলের স্থায়ী সম্পত্তি বৃদ্ধি আর পরিকাঠামো খাতে খরচ অব্যাহত রাখা যাবে।
810
রেলের লক্ষ্য
রেলমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ২ বছরের মধ্যে সাড়ে ১৭ হাজার কামরা নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে।
910
বন্দে ভারত নিয়ে বড় ঘোষণা
রেলমন্ত্রী আরও জানিয়েছেন আগামী ২-৩ বছরে আরও ২০০টি নতুন বন্দে ভারত ট্রেন চালান হবে। ১০০টি অমৃত ভারত ও ৫০টি নমো ভারত ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল।
1010
ব্যর্থ রেল
চলতি বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ছুঁতে ব্যর্থ হয়েছে রেল। বাজেট নথি বলছে, লক্ষ্য থেকে প্রায় পনেরোশো কোটি টাকার কম আয় হয়েছে। বেড়েছে অপারেটিং রেশিও। বর্তমানে একশো টাকা আয় করতে রেলের খরচ হচ্ছে ৯৮.৯০ শতাংশ।