আধার কার্ড দেখালেই মিলবে ৯০ হাজার, টাকা দিচ্ছে মোদী সরকার, জেনে কীভাবে করবেন আবেদন

Published : Jan 15, 2026, 10:32 AM IST

মোদী সরকার PM স্বনিধি যোজনার অধীনে ৯০ হাজার টাকা পর্যন্ত গ্যারান্টি-মুক্ত ঋণ দিচ্ছে। শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করে এই লোন পাওয়া যাবে, যা ছোট EMI-এর মাধ্যমে শোধ করা যাবে। এই প্রকল্পের মেয়াদ ২০৩০ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

PREV
15

বছর শুরুতে বিরাট চমক দিল মোদী সরকার। দেশবাসীর আর্থিক দুর্বলতা দূর করতে বিরাট উদ্যোগ নিল সরকার। এবার সরকার দেবে ৯০ হাজার টাকা করলে। আপনি নিজের আধার কার্ড দেখিয়ে নিতে পারবেন এই টাকা। ফের খবরে PM Svanidhi Yojana। ৩১ মার্চ ২০৩০ পর্যন্ত বাড়িয়েছে এই প্রকল্পের সীমা।

25

এই সরকারি যোজনার অধীনে আগে ৮০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেত। কিন্তু, গত বছর থেকে এই টাকার পরিমাণ বাড়িয়ে ৯০ হাজার করা হয়েছে। এই স্কিমের আওতায় সরকার দিচ্ছে লোন। গ্যারান্টি ছাড়াই লোন দিচ্ছে সরকার।

35

এখন প্রশ্ন হল কীভাবে পাবেন এই লোন। স্বনিধি প্রকল্পের অধীনে আবেদনকারীর আবেদন অনুমোদিত হওয়ার পর সরকার তাদের তিনটি কিস্তিতে টাকা দেয়। প্রথম কিস্তিতে ১৫ হাজার, দ্বিতীয় কিস্তিতে ২৫ হাজার, তৃতীয় কিস্তিতে ৫০ হাজার টাকা করে দিয়ে থাকে।

45

এই লোন পেতে কোনও বিশেষ কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। কেবল আধার কার্ড সঙ্গে রাখলেই হবে। ঋণের বিপরীতে কিছু বন্ধক রাখতেও হবে না। এরই সঙ্গে খুব ছোট EMI-র মাধ্যমে ঋণের পরিমাণ শোধ করতে পারবেন।

55

সরকারের দেওয়া তথ্য অনুসারে, ৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আওতায় ৬৯.৬৬ লক্ষেরও বেশি মানুষ সুবিধা পেয়েছেন। সুবিধাভোগীকে ১৫,১৯১ কোটি টাকার ১ কোটি ১ লক্ষেরও বেশি ঋণ দিয়েছে। সব মিলিয়ে ফের খবরে PM Svanidhi Yojana। এতে মিলবে প্রায় ৯০ হাজার টাকা ঋণ।

Read more Photos on
click me!

Recommended Stories