কী করে পাবেন মোদীর দেওয়া ১৫ হাজার টাকা? রইল বিকশিত ভারত রোজগার যোজনায় আবেদনের নিয়ম ও শর্ত

Published : Aug 15, 2025, 01:39 PM IST

PM VBRY: স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লা থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার থেকে প্রথম চাকরিতে যোগদান করলেই দেওয়া হবে নগদ ১৫ হাজার টাকা। একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ৩.৫ কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। 

PREV
15
নতুন প্রকল্প বিকশিত ভারত রোজগার যোজনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৯তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' বা PM VBRY -এর উদ্বোধন করেছেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের তরুণ-তরুণীরা উপকৃত হবেন বলেও জানিয়েছে। জানুন এই সরকারি প্রকল্প কী? কী করে এই প্রকল্পের সুবিধে পেতে পারেন? মোদীর ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের বাজেট ১ লক্ষ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন দেশের ৩.৫ কোটি তরুণ ও তরুণী।

25
প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা

এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের নতুন কর্মসংস্থানকে উৎসহ দেওয়ার একটি প্রকল্প। এই কর্মসূচির মাধ্যমে প্রথমবারের মত চাকরি প্রার্থী বা নিয়োগকর্তাকে উৎসাহীত করা হবে। মূল লক্ষ্যই হল দেশের কর্মসংস্থানের হার বৃদ্ধি করা।

35
PM VBRY-এর সুবিধে

প্রধানমন্ত্রী ভারত রোজগার যোজনার অধীনে থাকছে দেশের প্রথম চাকরি পাওয়া তরুণ-তরুণী। প্রত্যেকেই এই প্রকল্পের মাধ্যমে এককালীন ১৫০০০ টাকা অর্থনৈতিক সাহায্য করা হবে। এই কর্মসূচির লক্ষ্যই হল নতুন শ্রমবাজারকে ফলপ্রসূ ও সহজলভ্য করে তোলা। যাতে নতুন প্রজন্ম বিভিন্ন শিল্পে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। এই প্রকল্পটির মাধ্যমে ভারতীয় তরুণদের মধ্যে আত্মনির্ভরতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য সরাসরি ১৫০০০ টাকা দেবে।

45
কারা পাবেন এই প্রকল্পের সুবিধে?

এই প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য এই শর্তপুরণ করতে হবেঃ

  • ১। কর্মীকে ১ অগস্ট২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭-এর মধ্যে EPFO-তে নিবন্ধিত কোনও সংস্থা কাজ করতে হবে।
  • ২।১ অগস্ট ২০২৫, এর পরে ট্রাস্ট বা সংস্থা ইপিএফও-র সদস্য হলে হবে না।
  • ৩। ইপিএফ-এ অবদান অবশ্যই ২০২৫এর অগস্টের মধ্যে গ্রহণ করতে হবে।
  • ৪। কর্মীকে একই সংস্থায় কমপক্ষে ৬ মাস টানা কাজ করতে হবে।
  • ৫। সংস্থার মোট বেতন কমপক্ষে ১,০০০,০০০ টাকা হতে হবে।
55
কর্মীদের সুবিধে

এই প্রকল্পের অধীনে যোগ্য সুবিধেবাদীদের মোট ১৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। যা তাদের একমাসের ইপিএফ বেতনের সমতুল্য। এই প্রকল্প অনুসা আরে এই অর্থ দুটি কিস্তিতে বিতরণ করা হবে-

  • ৬ মাস চাকরি শেষ করার পর প্রথম কিস্তি দেওয়া হবে।
  • ১২ মাস পরে দেওয়া হবে দ্বিতীয় কিস্তি।

দীর্ঘমেয়াদী আর্থিক শৃঙ্খলা এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য দ্বিতীয় কিস্তি একটি সঞ্চয়পত্রে জমা করা হবে।

Read more Photos on
click me!

Recommended Stories