দিল্লির বাতাসে বিষ! নিশ্বাসের সঙ্গে মারাত্মক ভাবে ঢুকছে ক্ষতিকারক গ্যাস, জেনে নিন

Published : Oct 19, 2024, 08:31 AM ISTUpdated : Oct 19, 2024, 08:32 AM IST
Delhi air pollution

সংক্ষিপ্ত

দিল্লির বাতাসে বিষ! নিশ্বাসের সঙ্গে মারাত্মক ভাবে ঢুকছে ক্ষতিকারক গ্যাস, জেনে নিন

বায়ু দূষণের কারণে রাজধানী দিল্লির বাতাসের গুণমান প্রতিদিন খারাপ হচ্ছে। দমবন্ধ করা বাতাসের প্রভাব মানুষের স্বাস্থ্যের ওপর পড়তে শুরু করেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স অর্থাৎ একিউআই খারাপের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ২০ অক্টোবর বাতাসের মানের অবস্থা খুব খারাপ হতে পারে। এমন পরিস্থিতিতে জিআরএপি-২ও শিগগিরই বসানোর সম্ভাবনা রয়েছে। জিআরএপি-২ এর আওতায় ডিজেল জেনারেটরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেন, "দিল্লির বাতাসের গুণমান অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে। ১৩টি হটস্পটে বায়ুদূষণ বাড়ছে। এই ১৩টি হটস্পটে মনিটরিংয়ের জন্য ১৩টি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এমসিডির ডিসিকে এর দায়িত্বে রাখা হয়েছে। দূষণের উৎস পাওয়া গেছে সব হটস্পটেই। শনিবার ইনচার্জ মাঠে নামবেন। সেখানে যাতে দূষণ নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য অ্যান্টি স্মগ গান মোতায়েন করবে পূর্ত দফতর।"

আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা গড় আবহাওয়ার থেকে ১.১ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটায় জাতীয় রাজধানীতে আর্দ্রতার মাত্রা রেকর্ড করা হয়েছিল ৯১ শতাংশ। আবহাওয়া দফতর দিনের জন্য পরিষ্কার আকাশের পূর্বাভাস দিয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে স্থির হবে বলে আশা করা হচ্ছে।

দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ধোঁয়াশা। বাতাসের স্বাস্থ্য কেমন, তা থেকেই অনুমান করা হচ্ছে, শুক্রবার বিকেল তিনটে নাগাদ আনন্দ বিহারে একিউআই ৩৪৮ অতিক্রম করেছে। এটা খুবই খারাপ ক্যাটাগরি। দিল্লির পাশাপাশি সংলগ্ন এনসিআর শহর নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ এবং গুরগাঁওয়েও একই অবস্থা দেখা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি