Terrorist Attack: ৩০ মাসে ছবার হামলা, ভোটের আগে কাশ্মীর রক্তাক্ত করতে নয়া ছক পাকিস্তানের?

বিমান বাহিনীর মুখপাত্র টুইটারে বলেছেন যে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাঁচজন বায়ুসেনার জওয়ান আহত হয়েছেন। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় এক জওয়ানের মৃত্যু হয়। এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে স্থানীয় সামরিক বাহিনী।

শনিবার সন্ধ্যা ৬.১৫ মিনিটে পুঞ্চ জেলার সুরনকোট এলাকায় বিমান বাহিনীর একটি কনভয়ের ওপর জঙ্গিদের অতর্কিত হামলায় এক জওয়ান শহিদ হন। আহত হন আরও চারজন। জঙ্গিরা কনভয়ের দুটি গাড়ির একটিকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়।

বিমান বাহিনীর মুখপাত্র টুইটারে বলেছেন যে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাঁচজন বায়ুসেনার জওয়ান আহত হয়েছেন। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় এক জওয়ানের মৃত্যু হয়। এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে স্থানীয় সামরিক বাহিনী।

Latest Videos

অতর্কিত জঙ্গিরা শাহসিতার কাছে সামরিক গাড়িতে হামলা চালায়। বায়ুসেনার দুটি গাড়ি সুরানকোট এলাকার সানাই টপে ফিরছিল। গাড়িগুলো আসার সঙ্গে সঙ্গে জঙ্গিরা একটি গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং নির্বিচারে গুলি চালায়। গাড়ির কাঁচে ১৪ থেকে ১৫টি গুলির চিহ্ন দেখা যায়।

হামলায় পাঁচ সেনা আহত হয়েছেন। তাদের এয়ারলিফট করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়। অন্ধকারের কারণে নিরাপত্তা বাহিনী বাড়তি সতর্কতা নিয়েছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে।

ডিসেম্বরের পর পুঞ্চে তৃতীয় হামলা

এর আগে ১২ জানুয়ারি জঙ্গিরা কৃষ্ণ উপত্যকা এলাকায় সামরিক যানকে লক্ষ্যবস্তু করেছিল, যাতে চার সেনা শহিদ হয়েছিল। এর আগে ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে, ডেরা কি গালি এলাকায় সামরিক যানবাহন আক্রমণ করা হয়েছিল। এবার হল তৃতীয় হামলা। এই তিনটি হামলায় পাঁচ সেনা শহিদ হয়েছেন, অনেক সেনা আহত হয়েছেন।

গত ৩০ মাসে পুঞ্চে জঙ্গিদের হামলার এটি ষষ্ঠ ঘটনা। ২০২১ সাল থেকে শুরু হওয়া ঘটনায় এখনও পর্যন্ত ২১ জন সেনা আত্মাহুতি দিয়েছেন। আহত হয়েছেন অনেক সেনাও।

১১ অক্টোবর ২০২১: সৈন্যরা চামরেড এলাকায় অতর্কিত হামলা চালায়, জেসিও সহ পাঁচজন আত্মাহুতি দেন।

২০ অক্টোবর ২০২১: ভাটাদুদিয়ায় অনুসন্ধান অভিযানের সময় হামলায় ছয় সেনা শহিদ। দেড় মাস জম্মু-পুঞ্চ মহাসড়ক বন্ধ করে তল্লাশি অভিযান চালানো হয়।

২০ এপ্রিল ২০২৩: ভাটাদুদিয়া এলাকায় একটি সামরিক গাড়ি ঘেরাও করা হয়, প্রথমে একটি গ্রেনেড দিয়ে আক্রমণ করা হয়, তারপর গুলি চালানো হয়, পাঁচ সেনাকে বলি দেওয়া হয়।

২১ ডিসেম্বর ২০২৩: ডেরার গালি সাওয়ানি এলাকায় সামরিক যানবাহনে অতর্কিত হামলায় পাঁচ সেনা শহিদ, দুইজন আহত।

১২ জানুয়ারি ২০২৪: দারাটি, কৃষ্ণ ঘাটিতে সামরিক গাড়ির উপর গুলিবর্ষণ, কোন ক্ষতি হয়নি।

৪ মে ২০২৪: পুঞ্চের সুরনকোট এলাকায় বিমানবাহিনীর যানে হামলা, একজন সেনা শহিদ, চারজন আহত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul