Narendra Modi: আজ অযোধ্যা সফরে নরেন্দ্র মোদী, রাম মন্দির দর্শন থেকে রোডশো- ঠাসা কর্মসূচি

রবিবার সন্ধ্যায় অযোধ্যায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির দর্শন ও পুজো করার কথা কয়েছে। সন্ধ্যে সাতটা থেকে অযোধ্য়ায় বিজেপির উদ্যোগে আযোজিত রোডশোতেও থাকবেন তিনি।

রবিবার পবিত্র শহর অযোধ্যা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনভর রয়েছে ঠাসা কর্মসূচি। দুপুরে এটাহার একটি জনসভায় ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। তারপরই ধৌরহারাতে বিকেলে জনসভায় ভাষণ দেবেন। তারপরই তিনি চলে যাবেন অযোধ্যায়। সেখানে রামমন্দির দর্শন করবেন। পুজো করবেন। আর অযোধ্যায় একটি মিছিলেও অংশ নেবেন।

রবিবার সন্ধ্যায় অযোধ্যায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির দর্শন ও পুজো করার কথা কয়েছে। সন্ধ্যে সাতটা থেকে অযোধ্য়ায় বিজেপির উদ্যোগে আযোজিত রোডশোতেও থাকবেন তিনি। মন্দির উদ্বোধনের পর এই প্রথম অযোধ্যা সফর করবেন তিনি। রাম মন্দির উদ্বোধন হয়ে ছিল তারই হাতে।

Latest Videos

অযোধ্যার রোডশো

ইতিমধ্যেই অযোধ্যার রোডশোর প্রস্তুতি শুরু হয়েছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছএ। রামপথে প্রায় ২ কিলোমিটার ধরে হবে রোডশো। সুগ্রীম দূর্গ থেকে শুরু হওয়ার কথা। এটি শেষ হবে লতা চকে। রুটটি ৪০টি ব্লকে বিভক্ত। সিন্ধি, পাঞ্জাবি, কৃষক এবং ঐতিহ্যবাহী পোশাকধারী মহিলারা সহ বিভিন্ন সম্প্রদায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। রোডশোতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রোডশোতে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে থাকবে মহিলা, ছাত্র ও ছাত্রীরাও। বিজেপি সূত্রের খবর শহরটি ফুল ও বিজেপির পতাকায় সাজিয়ে তোলা হবে। নিরাপত্তার দায়িত্ব রয়েছে পুলিশ ও সন্ত্রাসবাদী স্কোয়াডের হাতে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আগামী ৭ মে তৃতীয় দফায় উত্তর প্রদেশের সম্বল, হাতরস, আগ্রা, ফতেহপুর সিক্রি, ফিজোদাবাদ, মাইনপুরী, ইটা,বদাউন, বেরেলি, আওনলা সহ ১০টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ফল প্রকাশ আগামী ৪ জুন। নির্বাচনী প্রচারে এসেই রাম মন্দির দর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন