‘স্টেট আইকন গার্লেই' ভরসা গেরুয়া শিবিরের, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মৈথিলী ঠাকুর

Published : Oct 15, 2025, 09:38 AM IST

Maithili Thakur BJP: বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর! এবার রাজনীতিতে নাম লেখালেন বিহার কন্যা। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
বিহারের রাজনীতিতে মৈথিলী ঠাকুর

অবশেষে সব জল্পনা-কল্পনায় জল ঢাললেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর। আগামী নভেম্বর মাসে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে লড়তে চলেছেন তিনি। খুব সম্ভবত বিহারের আলিনগর থেকে প্রার্থী করা হতে পারে মৈথিলীকে। মঙ্গলবারই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন জনপ্রিয় এই গায়িকা। 

25
বিজেপিতে যোগ মৈথিলী ঠাকুরের

সূত্রের খবর, মঙ্গলবারই বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে বিহারে পদ্মফুল শিবিরে নাম লেখান জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। জনপ্রিয়  গায়িকা হিসেবে বিহার সহ সারা দেশেই তার ব্যাপক পরিচিতি রয়েছে। এমনকি সদ্য নির্বাচন কমিশনের তরফে মৈথিলী ঠাকুরকে ‘স্টেট আইকন গার্ল’ হিসেবেও উল্লেখ করা হয়। আর মঙ্গলবার বিহারে বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তার গেরুয়া শিবিরে যোগদান সব জল্পনার অবসান ঘটালো। 

35
কে এই মৈথিলী ঠাকুর?

বিহারের আদি বাসিন্দা হিসেবে পরিচিতি রয়েছে মৈথিলী ঠাকুরের। তার পরিবার এক সময় বিহারে থাকলেও বর্তমানে সেখানে থাকেন না মৈথিলির পরিবার। জানা গিয়েছে, মৈথিলি ঠাকুরের সঙ্গে তোলা ছবিটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন হারে বিজেপির দায়িত্বে থাকা নেতা বিনোদ তাওড়। তিনি মৈথিলি ঠাকুরকে ‘বিহার কন্যা’ বলে সম্বোধন করেন। এবং তারপরই মৈথিলিকে বিহারবাসীর জন্য কাজ করার আহ্বান জানান। আর তারপরই মৈথিলি ঠাকুরের বিজেপিতে যোগদান এবং বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কীনা তা নিয়ে তৈরি হয় জল্পনা। আর মঙ্গলবার বিকেলের পর অবসান ঘটল সেই জল্পনা-কল্পনার। 

45
মৈথিলীতে মুগ্ধ মোদী!

জানা গিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুটি ছবিই ঘিরেই জল্পনার সূত্রপাত হয়। এছাড়াও তার গানের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালে মা শবরীকে নিয়েও একটি গান করেছিলেন মৈথিলি ঠাকুর। এমনকি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের সময়ও তার গানের কথা উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

55
‘স্টেট আইকন’ গার্ল

সূত্রের খবর মৈথিলী ঠাকুররা তিন ভাইবোন। ছোটোবেলা থেকেই মৈথিলি হিন্দি-ভোজপুরী সহ বিভিন্ন ভাষায় গান গেয়ে বেশ নাম কুড়িয়েছেন। তাঁদের পৈতৃক বাড়ি বিহারের মিথিলা অঞ্চলের মধুবনীর বেনিপট্টিতে। এমনকি নির্বাচন কমিশন মৈথিলী ঠাকুরকে ‘স্টেট আইকন’ হিসাবেও নিযুক্ত করেছিল।

Read more Photos on
click me!

Recommended Stories