প্রণবের স্মৃতিসৌধ রাজঘাটে, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মোদীকে ধন্যবাদ শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায়ের

 

মঙ্গলবার কেন্দ্রীয় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রকের একটি চিঠি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায়।

নতুন বছরে কংগ্রেসকে কোনঠাসা করতে বড় উদ্যোগ কেন্দ্রের বিজেপি সরকারের। রাজঘাটে তৈরি হবে প্রাক্তন ও প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ। প্রয়াত রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের চিঠি দিয়ে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তে রীতিমত খুশি প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন।

মঙ্গলবার কেন্দ্রীয় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রকের একটি চিঠি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায়। সেখানেই তিন লিখেছেন, 'নরেন্দ্র মোদীজিকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কারণ সরকার বাবার জন্য একটি স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর এই অপ্রত্যাশিত সিদ্ধান্তে আমি খুশি।' তিনি আরও বলেছেন, 'বাবা বলতেন রাষ্ট্রীয় সম্মান চাওয়া উচিৎ নয়। দেওয়া উচিৎ। আমি খুবই কৃতজ্ঞ যে নরেন্দ্র মোদী বাবার স্মৃতির প্রতি সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে। এটি বাবাকে প্রভাবিত করে না। তিনি যেখানে এখন আছেন- প্রশংসা বা সমালোচনা উর্ধ্ব রয়েছেন তিনি। কিন্তু তাঁর মেয়ে, আমার আনন্দ প্রকাশ করার জন্য এই শব্দ যথেষ্ট নয়।'

Latest Videos

 

 

তবে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সমাধি নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। তারই মধ্যে প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে নতুন বিতর্ক উস্কে দেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায়। কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করেন শর্মিষ্ঠা। তিনি বলেছিলেন, ' প্রণব মুখোপাধ্য়ায়ের মৃত্যুর পর স্মৃতিসৌধ তো দূরের কথা, বাবার মৃত্যুর পর তাঁকে সম্মান জানাতে একটি ওয়ার্কিং কমিটির বৈঠক পর্যন্ত ডাকেনি কংগ্রেস।' যদিও দিল্লিতে কানাঘোষে প্রণবকন্যা শর্মিষ্ঠা বর্তমানে বিজেপি ঘনিষ্ট। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিতেই পারেন। যদিও আগেই কংগ্রেসের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করেছেন শর্মিষ্ঠা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি | Firhad Hakim | Bangladesh
'বাবলা শেষ, আর নন্দু হাফ শেষ' মালদায় বাবলা সরকার খুনে বড় মাথা কে? দেখুন | Malda News | TMC
বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ | Hooghly News