কংগ্রেসের নতুন 'ভোট কুশলী' প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগী, দায়িত্ব নিচ্ছেন ২০২৩ থেকে

Published : Mar 04, 2022, 03:59 PM IST
কংগ্রেসের নতুন 'ভোট কুশলী' প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগী, দায়িত্ব নিচ্ছেন ২০২৩ থেকে

সংক্ষিপ্ত

সুনীল কানুগোলু প্রশান্ত কিশোরার দীর্ঘ দিনের সহযোগী। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ব্লকব্লাস্টার প্রচার চালিয়েছিলেন তারই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। সেই সময়ই প্রসান্ত কিশোরের দলের অন্যতম কর্মকর্তা ছিলেন তিনি। 

কংগ্রেসের (Congress) হাত ধরতে চেয়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। কিন্তু দীর্ঘ আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। কিন্তু এবার সেই ভূমিকাতেই রীতিমত সফল হয়েছেন প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগী সুনীল কানুগোলুকে (Sunil Kanugolu)। প্রশান্ত কিশোরের এই প্রাক্তন সহযোগীকেই নির্বাচনী প্রচার ও পরিকল্পনার দায়িত্বে দিয়েছে বলেই কংগ্রেস সূত্রের খবর। আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে তিনি কাজ শুরু করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীন কংগ্রেস নেতা জানিয়েছেন, উপযুক্ত সময়েই এই দায়িত্ব  উপযুক্ত ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখেই তিনি কাজ করবেন। 

সুনীল কানুগোলু প্রশান্ত কিশোরার দীর্ঘ দিনের সহযোগী। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ব্লকব্লাস্টার প্রচার চালিয়েছিলেন তারই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। সেই সময়ই প্রসান্ত কিশোরের দলের অন্যতম কর্মকর্তা ছিলেন তিনি। সূত্রের খবর, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন। নিজের পরিকল্পনার কথা বিস্তারিত জানিয়েছিলেন। তারপরই তাঁকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। 

কানুগোলু  প্রশান্ত কিশোরের সহযোগী হিসেবে আগেই বিজেপি, ডিএমকে, এআইডিএমকে ও আকালি দলের সঙ্গে কাজ করেছিলেন। বাংলার নির্বাচনেও তাঁর বিশেষ ভূমিকা ছিল বলেও সূত্রের খবর। একটি সূত্র বলছেন ২০২৪ সালের সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখেই তাঁকে দায়িত্বে দেওয়া হয়েছে। কিন্তু ২০২৩ সালেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনেই ভোট প্রচার ও ভোট কৌশল ঠিক করার দায়িত্ব পালন করবেন কানুগোলু। 

যদিও বাংলার নির্বাচনের পরে প্রশান্ত কিশোর কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছিলেন। রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে তিনি কথাও বলেছিলেন। সূত্রের খবর দুই তরফই একে অপরকে বিশ্বাস করতে পারেনি। সেই কারণেই প্রশান্ত কিশোরের কংগ্রেসের সঙ্গে কাছ করা সম্ভব হয়নি। যদিও রাহুল গান্ধী চেয়েছিলেন ভোট কুশলী নয়, কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবেই তিনি শতাব্দী প্রাচীন দলে যোগ দিন। কিন্তু প্রশান্ত কিশোরের সঙ্গে সেই আলোচনা তেমন অগ্রসর হয়নি।  পাল্টা কংগ্রেসের ভাঙন ধরিয়ে অনেক জায়গায়তেই শক্তিশালী হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই জন্যও কংগ্রেসের একটা অংশ দায়ি করে প্রশান্ত কিশোরকে। 

PREV
click me!

Recommended Stories

'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
এনডিএ সাংসদদের জন্য মোদীর নৈশভোজ আয়োজন: আঞ্চলিক ও বাজরা সমৃদ্ধ মেনু