প্রশান্ত কিশোরের দলের বিশ্রী হার, এবার রাজনীতি ছাড়ছেন ভোট কুশলী? ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন

Published : Nov 14, 2025, 07:36 PM IST

বিহার ভোটের ফলাফলে গেরুয়া ঝড়। কংগ্রেস - আরজেডি উড়ে গেল। এই অবস্থায় শূন্য পেয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি। তবে এই পরিস্থিতিতিতেই ভোট কুশলীর পুরনো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

PREV
15
বিশ্রী হার জন সুরজ পার্টির

বিহার ভোটের ফলাফলে গেরুয়া ঝড়। কংগ্রেস - আরজেডি উড়ে গেল। এই অবস্থায় শূন্য পেয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি। তবে এই পরিস্থিতিতিতেই ভোট কুশলীর পুরনো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতেই প্রশ্ন উঠেছে এবার কি তবে রাজনীতি ছাড়বেন প্রশান্ত কিশোর?

25
পুরনো ভিডিও ভাইরাল

বিহারে ভোটের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রশান্ত কিশোরের পুরনো একটি ভিডিও। যা নিয়ে রীতিমত আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। কারণ সেখানে তিনি বলেছেন, 'নীতিশ কুমারের জেডিইউ ২৫ টির বেশি আসন পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।' প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নীতিশের জেডিইউ এবার বিহারের একক সংখ্যাগরিষ্ট দল।

35
নেটিজেনদের কথা

সোশ্যাল মিডিয়ায় প্রশান্ত কিশোরের ভিডিও ছড়িয়ে পড়েছে। সঙ্গে আলোচনা বাড়ছে এবার কি তবে ভোট কুশলী রাজনীতি থেকে বিদায় নেবেন? যদিও বিহারের ভোটের ফল প্রকাশের পর এখনও পর্যন্ত তেমন কোনও বার্তা দেননি প্রশান্ত কিশোর।

45
ভিডিওতে উঠেছিল বঙ্গের কথাও

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে উঠেছিল বঙ্গ রাজনীতির কথাও। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের ভোটের কথাও উঠেছিল। সেখানেও তিনি বলেছেন বঙ্গের ভোট নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। আর বিহার নিয়েও মিলবে বলে তিনি সাংবাদিককে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। একাধিকবার বলেন যে বিহারে নীতিশের দল ২৫-এর বেশি আসন পেলেই তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

55
প্রশান্ত কিশোর হাত ধরেই বিহারে নীতিশ

প্রশান্ত কিশোর একাধিক রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেছেন। ২০১৫ সালের নীতিশের জনতা দল ইউনাইটেডের সঙ্গে কাজ করেছিলেন। ও বিহারের মসনদ দখলে নীতিশকে পথ দেখিয়েছিলেন। তারপর থেকেই বিহার দখলে রেখেছেন নীতিশ কুমার।

Read more Photos on
click me!

Recommended Stories