দুর্গাষ্টমীতে দেশবাসীকে শুভেচ্ছে মোদী ও কোবিন্দের

Published : Oct 06, 2019, 12:07 PM IST
দুর্গাষ্টমীতে দেশবাসীকে শুভেচ্ছে মোদী ও কোবিন্দের

সংক্ষিপ্ত

দুর্গাপুজোর মহাষ্টমীতে মাতোয়ারা দেশ। উৎসবের আমেজ  নানা প্রান্তে। এই উৎসবে সামিল হলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও। দুই রাষ্ট্রনেতাই শুভেচ্ছা জানালেন দেশবাসীকে। 

দুর্গাপুজোর মহাষ্টমীতে মাতোয়ারা দেশ। উৎসবের আমেজ  নানা প্রান্তে। এই উৎসবে সামিল হলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও। দুই রাষ্ট্রনেতাই শুভেচ্ছা জানালেন দেশবাসীকে।  

দেশবাসীর পাশাপাশি বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইট করেছেন। 

রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রীও নিজের ট্যুইটারে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।  

PREV
click me!

Recommended Stories

বছর শেষে অবাক করা খবর! কবে থেকে বাড়ছে অটল পেনশন? বিশেষ মন্তব্য কেন্দ্রীয় সরকারের
যোগী-মোদী মডেলে বদলেছে কাশী: রেকর্ড হারে আসছে পর্যটক, শক্তিশালী অর্থনীতি