বোড়দেই হচ্ছেন ভারতের পরবর্তী প্রধান বিচারপতি, নিয়োগে সায় দিলেন রাষ্ট্রপতি

  • ভারতের পরবর্তী প্রদান বিচারপতি হচ্ছেন এসএ বোড়দে
  • বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তাঁর নাম সুপারিশ করেন
  • রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও তাতে সায় দিলেন
  • আগামী ১৮ নভেম্বর তিনি শপথ গ্রহণ করবেন

 

amartya lahiri | Published : Oct 29, 2019 5:16 PM IST

আগামী ১৭ নভেম্বর ভারতের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন বিচারপতি রঞ্জন গগৈ। তার পরের দিনই ভারতের শীর্ষ আদালতের দায়িত্ব নেবেন বিচারপতি এসএ বোড়দে। তাঁকেই উত্তরাধিকারি হিসেবে বেছেছিলেন বিচারপতি গগৈ। এদিন তাঁর নিয়োগে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।

আগামী ১৮ নভেম্বর রাষ্ট্রপতি কোভিন্দ এসএ বোড়দে-কে প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দীর্ঘ আট বছর ধরে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। প্রদান বিচারপতি হিসেবে ২০২১ সালের ২৩ শে এপ্রিল পর্যন্ত কাজ করতে পারবেন তিনি। সুপ্রিম কোর্টের দ্বিতীয় বরিষ্ঠ বিচারক হিসেবে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নিচ্ছেন। ৪৭তম প্রধান বিচাররপতি হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে মোদী মন্ত্রিসভার বিশিষ্ট মন্ত্রীরা এবং সুপ্রিম কোর্ট ও অন্যান্য হাই কোর্টের সিনিয়র বিচারকরা-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। তবে, নিরাপত্তার কারণে শপথ অনুষ্ঠানে প্রবেশাধিকারের উপর ব্যাপক কড়াকড়ি থাকবে। রাষ্ট্রপতির কার্যালয় থেকে ছাড়পত্র না এলে কোনও অতিথিকেই ঢুকতে দেওয়া হবে না।

 

Share this article
click me!