Pamban bridge: পাঁচ মিনিটেই হওয়া যাবে পার, কবে উদ্বোধন দেশের প্রথম ভের্টিক্যাল লিফট সি ব্রিজের?

সংক্ষিপ্ত

Pamban railway bridge News: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে উদ্বোধন হবে সমুদ্রের মধ্যে নির্মিত ভারতীয় এই রেল সেতু। যার উদ্বোধন ঘিরে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে। এটিই হল দেশের মধ্যে প্রথম ভের্টিক্যাল লিফট সি ব্রিজ। বিস্তারিত জানুন….

Pamban railway bridge News: হাতে গোনা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু রামবনমী (Ram Navami 2025)। আগামী ৬ এপ্রিল দেশজুড়ে পালিত হবে রামনবমী। আর ওই দিনই উদ্বোধন হতে চলেছে তামিলনাড়ুর (Tamilnaduu) রামেশ্বরামে সদ্য নির্মিত এই Pamban railway bridge। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে উদ্বোধন হবে সমুদ্রের মধ্যে নির্মিত ভারতীয় এই রেল সেতু। যার উদ্বোধন ঘিরে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে।

এদিকে রামনবমী (RamNavami) ঘিরে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর (Modi)। তার আগেই আসরে দেশের শাসক-বিরোধী নেতারা। এই আবহেই প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, রামনবমীর দিন রামেশ্বরামের রামানাথাস্বামী মন্দিরে পুজো দেবেন মোদী। তারপরই সেখান থেকে চলে যাবেন সদ্য নির্মিত পামবান রেল সেতু উদ্বোধনে। বিশেষ এই দিনেই পামবান সেতুর উদ্বোধন করবেন নমো।

Latest Videos

জানা গিয়েছে, একদিকে চলছে রমজান মাস। আগামী ৩১ মার্চ সোমবার রয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ইদ-উল ফিতর। সেই উপলক্ষে ইদের আগে দেশের ৩২ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারের হাতে সম্প্রতি বিশেষ উপহার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফে দরিদ্র পরিবারগুলির কাছে পাঠানো হয়েছে নরেন্দ্র মোদীর এই উপহার। এবার ইদে উপহারের পাশাপাশি, রামনবমীতে পুজো দিতেও দেখা যাবে প্রধানমন্ত্রীকে। পাশাপাশি, সেই একই দিনে উদ্বোধন হবে পামবান সেতুরও (Pamban Bridge)। যা নিয়ে স্বভাবতই চড়ছে উত্তেজনার পারদ।

এই 'Pamban Bridge' হল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরাম বা পামবান দ্বীপকে জুড়তে তৈরি করা হয়েছে এই নতুন রেলব্রিজ। সমুদ্রের উপরেই তৈরি হয়েছে নতুন সেতু। যা নির্মাণে খরচ পড়েছে মোট ৫৩৫ কোটি টাকা। গত মাসেই ২.৫ কি.মি চওড়া এই রেল সেতুতে হয়ে গিয়েছে প্রথম ট্রায়াল রান। এবার আগামী মাসেই রামনবমী দিনেই উদ্বোধন হবে পামবান রেল সেতুর(Pamban Bridge)। পামবান দ্বীপকে জুড়তে কেন্দ্র যে এই প্রথম রেলসেতু নির্মাণ করছে এমনটা নয়। ভারতীয় ভূখণ্ড ও ওই দ্বীপের মধ্যে রয়েছে একটি যানবাহন চলাচলের সেতু, যা ইন্দিরা পয়েন্ট নামে বিখ্যাত। পাশাপাশি, রয়েছে পুরনো পামবান ব্রিজ। যা নানা যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ হয়ে পড়ে রয়েছে ২০২২ সাল থেকে। সেই পুরনো রেল ব্রিজটি বন্ধ হতেই নতুন ব্রিজ তৈরি করতে নেমে পড়ে কেন্দ্র। যা উদ্বোধন হতে চলেছে আগামী মাসে।

সূত্রের খবর, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ব্রিজে প্রতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে ছুটতে পারবে এই ব্রিজের ওপর দিয়ে যাওয়া ট্রেনগুলি। পুরো সেতুটি পার করতে একটি ট্রেনের সময় লাগবে মাত্র পাঁচ মিনিট। পাশাপাশি, জাহাজ পারাপার করানোর জন্য মাঝখান থেকে ১৭ মিটার পর্যন্ত উচ্চতায় উঠে যেতে পারে ব্রিজটি। শুধু তাই নয়, এই রেলসেতুর বিশেষ বৈশিষ্ট্য হল, এর ইলেকট্রো-মেকানিক্যাল ভার্টিক্যাল লিফট স্প্যান, যা মাত্র ৫ মিনিটে উঁচু হয়ে যায়, যাতে জাহাজগুলো সুষ্ঠুভাবে চলাচল করতে পারে। এটি এক জন অপারেটর দ্বারা পরিচালিত হয় এবং সাধারণ আবহাওয়ায় নিরাপদে কাজ করতে সক্ষম হলেও, বাতাসের গতি ৫৮ কিলোমিটার প্রতি ঘন্টার বেশি হলে এটি চলবে না বলে জানা গিয়েছে। তবে এখন শুধু 'Pamban Bridge' উদ্বোধনের অপেক্ষায় দেশবাসী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill