
Air India AI 171 plane Viral video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গুজরাটের আমেদাবাদের বিমান দুর্ঘটনার ভিডিও। বৃহস্পতিবার দুপুরে আমেদাবাদ বিমান বন্দর থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে প়়ে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১। বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা ছিল। কিন্তু বিমান ভেঙে পড়ার দুর্ঘটনার সেই ভয়ঙ্কর ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচই করেনি এশিয়ানের নিউজ বাংলা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিমান বন্দর থেকে যাত্রা শুরুর কিছু পরেই লোকালয়ের উপর দিয়ে উড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। বেশ নীচ দিয়েই উড়তে দেখা গিয়েছে সেটি। কিছুটা উড়ে যাওয়ার পরই সেটি লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। বিস্ফোরণের অভিঘাত এতটই বেশি ছিল যে গোটা এলাকায় ঢেকে যায় কালো ধোঁয়ায়। দাউ দাউ করে বিমানের অংশ জ্বলতেও দেখা যায়। ভয়ঙ্কর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিও। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেটনা। এয়ার ইন্ডিয়ার বিমানে ২৪২ জন যাত্রী ছিল। লোকালয়ের মধ্যেই বিমানটি ভেঙে পড়েছিল। যেখানে বিমানটি ভেঙে পড়েছে সেখানেও প্রচুর মানুষ মারা যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্র জানাচ্ছে বিমানটি ভেঙে পড়ার পরই আগুন লেগে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী। আপাতত এই এলাকার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। খালি করে দেওয়া হয়েছে অনেক বাড়ি। শুরু হয়েছে উদ্ধারকাজ।