মরবির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিগ্রস্তদের সব রকমের সহায়তার আশ্বাস দিলেন মোদী

গুজরাটের মাচু নদীর উপর সেতু ভেঙে পড়ার ঘটনায় টুইটে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনায় ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা।

প্রধানমন্ত্রীর গুজরাট সফরের মাঝেই মাচু নদীর উপর ভেঙে পড়ল ঝুলন্ত সেতু। ঘটনায় ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা। ইতিমধ্যেই টুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুঃখপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলও। ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজে গতি আনার পাশাপাশি একাধিক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গুজরাটের মাচু নদীর উপর সেতু ভেঙে পড়ার ঘটনায় টুইটে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লিখলেন, “মরবির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এ প্রসঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র পটেল ও অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে। তৎপরতার সঙ্গে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ চলছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।”

Latest Videos

 

 

ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল টুইট করে জানিয়েছেন, উদ্ধারকাজে গতি আনার পাশাপাশি একাধিক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে সজাগ নজর রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

গুজরাটের মোরবি জেলার মাচ্চু নদীর উপর ঝুলন্ত সেতু ছিড়ে নদীতে পড়ে গেল ৪০০-রও বেশি মানুষ। রবিবার বিকেলে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। ইতিমধ্যেই স্থানীয় লোকজনের সাহায্যে উদ্ধারকার্য চালানো হচ্ছে। অনেককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালেও ভর্তি করা হয়েছে। এখন অব্দি যদিও হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশও। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে নিয়ে আসা হয় অ্যাম্বুলান্সও। প্রসঙ্গত, বর্তমানে গুজরাট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় প্রশাসন সূত্রে খবর দীর্ঘ রক্ষণাবেক্ষণের পর নতুন করে চালু হয়েছিল সেতু। উদ্বোধনের তিন দিনের মাথায় কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

আহতদের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইট করেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। টুইটে তিনি লিখেছে। এই ঘটনায় তিনি মর্মাহত এবং আহতদের চিকিৎসা এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজে গতি আনতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন - 

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা! সুপ্রিম কোর্টের নির্দেশ ভাঙলেন রাজ্যের বিরোধী দলনেতা?

গুজরাটের মাচু নদীর উপর ভেঙে পড়ল ঝুলন্ত সেতু, আহত শতাধিক, চলছে উদ্ধারকাজ

জগদ্ধাত্রী পুজোতেও সারারাত মিলবে লোকাল ট্রেন, চন্দননগরের আলোকসজ্জা দেখতে আরও বাড়তে পারে যাত্রীদের ভিড়

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ