প্রধানমন্ত্রীর সফরের মাঝেই দুর্ঘটনা। গুজরাটের মোরবি জেলার মাচ্চু নদীর উপর ঝুলন্ত সেতু ছিড়ে নদীতে পড়ে গেল ৪০০-রও বেশি মানুষ।

উদ্বোধনের তিন দিনের মাথায় ভেঙে পড়ল সেতু। গুজরাটের মোরবি জেলার মাচ্চু নদীর উপর ঝুলন্ত সেতু ছিড়ে নদীতে পড়ে গেল ৪০০-রও বেশি মানুষ। রবিবার বিকেলে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। ইতিমধ্যেই স্থানীয় লোকজনের সাহায্যে উদ্ধারকার্য চালানো হচ্ছে। অনেককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালেও ভর্তি করা হয়েছে। এখন অব্দি যদিও হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশও। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে নিয়ে আসা হয় অ্যাম্বুলান্সও। প্রসঙ্গত, বর্তমানে গুজরাট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় প্রশাসন সূত্রে খবর দীর্ঘ রক্ষণাবেক্ষণের পর নতুন করে চালু হয়েছিল সেতু। উদ্বোধনের তিন দিনের মাথায় কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Scroll to load tweet…

স্থানীয় সূত্রে খবর সেতুটি ভেঙে পড়ার সময় যাঁরা সেতুর উপরে ছিল তাঁদের বেশিরভাগেই ছিল পর্যটক। আচমকাই সেতু ছিড়ে পড়লে প্রায় ৪০০-রও বেশি মানুষ নদীতে পড়ে যায়। এঁদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে যাওয়ার চেষ্টা করেন। অনেকে আবার প্রাণ বাঁচাতে ভাঙা সেতুর রেলিং ধরে ঝুলতে থাকে। ঘটনাটি ঘটার পরই স্থানীয় মানুষদের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানা যাচ্ছে।

ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল টুইট করে জানিয়েছেন, উদ্ধারকাজে গতি আনার পাশাপাশি একাধিক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে সজাগ নজর রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Scroll to load tweet…

আহতদের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইট করেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। টুইটে তিনি লিখেছে। এই ঘটনায় তিনি মর্মাহত এবং আহতদের চিকিৎসা এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজে গতি আনতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী।

Scroll to load tweet…

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৪০।

আরও পড়ুন - 

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা! সুপ্রিম কোর্টের নির্দেশ ভাঙলেন রাজ্যের বিরোধী দলনেতা?

জগদ্ধাত্রী পুজোতেও সারারাত মিলবে লোকাল ট্রেন, চন্দননগরের আলোকসজ্জা দেখতে আরও বাড়তে পারে যাত্রীদের ভিড়

২০২৩-এর লড়াইয়ে ঘাসফুল শিবিরের মূল অস্ত্র মমতা-মুকুল? দিদি-ভাইয়ের ‘সৌজন্য সাক্ষাৎ’ ঘিরে জোর জল্পনা