এশিয়াকাপে ভারতের জয়ে খুশি মোদী, অভিনন্দন জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর

এশিয়াকাপে ভারতের সাফল্যে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়ে টুইটবার্তা মোদীর। সকল খেলোয়ারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানউইকেটে জয় রোহিতদেরমন্ত্রী। পাশাপাশি টিম ইন্ডিয়ার ভূয়োসী প্রশংসাও শোনা গেল মোদীর গলায়। গতকাল রাতেই এই প্রসঙ্গে একটি টুইট করেন প্রধানমন্ত্রী। 
 

Ishanee Dhar | Published : Aug 29, 2022 2:51 AM IST

এশিয়াকাপে ভারতের সাফল্যে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়ে টুইটবার্তা মোদীর। সকল খেলোয়ারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানউইকেটে জয় রোহিতদেরমন্ত্রী। পাশাপাশি টিম ইন্ডিয়ার ভূয়োসী প্রশংসাও শোনা গেল মোদীর গলায়। গতকাল রাতেই এই প্রসঙ্গে একটি টুইট করেন প্রধানমন্ত্রী। 
চলতি এশিয়াকাপে পাকিস্তানকে দুরমুশ করে ৫ উইকেটে জয় রোহিতদের। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ টি২০ ক্রিকেটে বিরাটের শততম। তিনিই প্রথম ভারতীয়, যিনি তিন ধরনের ক্রিকেটেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন। বিশ্ব ক্রিকেটে এই কীর্তি রয়েছে শুধু নিউজিল্যান্ডের রস টেলরের। সেই ম্যাচ বিরাট চেয়েছিলেন স্মরণীয় করে রাখতে। কিন্তু ৩৫ রানের বেশি করতে পারেননি। ৩৪ বলের ইনিংসে কোহলী বুঝিয়ে দেন ছন্দে রয়েছেন। কিন্তু মহম্মদ নওয়াজের বলে তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে ফিরে যান। 

আরও পড়ুন  - চেনা ছন্দে ফিরলেন না বিরাট, পাকিস্তানের বিরুদ্ধে অল্প রানেই ব্যাক টু প্যাভিলিয়ন


এশিয়াকাপ ২০২২-এ ভারতের সাফল্য প্রসঙ্গে সেদিন রাতেই টুইট করে গোটা দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইবার্তায় মোদী লিখেছেন, টিম ইন্ডিয়ার আজকের এশিয়াকাপ ২০২২-এর ম্যাচে একটি চমত্কার অলরাউন্ড পারফরম্যান্স করেছে। দলটি দুর্দান্ত দক্ষতা এবং দৃঢ়তা প্রদর্শন করেছিল। তাদের বিজয়ের জন্য অভিনন্দন। 

আরও পড়ুন - ব্যাটে-বলে হার্দিক পান্ডিয়া শো, রুদ্ধশ্বাস ম্য়াচে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

Share this article
click me!