
দেশবাসীকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নাগরিকদের 'বিকশিত ভারত'-এর প্রতি তাঁদের অঙ্গীকার নতুন করে ঝালিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 'প্রজাতন্ত্র দিবসে সকল দেশবাসীকে শুভেচ্ছা। ভারতের গর্ব ও সম্মানের প্রতীক এই জাতীয় উৎসবটি নতুন শক্তি ও উৎসাহ সঞ্চার করবে, বিকশিত ভারতের সংকল্পকে শক্তিশালী করবে।'
১৯৫০ সালে সংবিধান গ্রহণের দিনটিকে চিহ্নিত করে প্রতি বছর ২৬ জানুয়ারি পালিত প্রজাতন্ত্র দিবস। ওইদিন আনুষ্ঠানিকভাবে ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। এই দিনটির ঐতিহাসিক তাৎপর্য অপরিসীম। কারণ এটি ভারতের স্বাধীনতার দীর্ঘ সংগ্রাম এবং ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার প্রতিনিধিত্ব করে।
আজ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লির কর্তব্যপথে জমকালো অনুষ্ঠানে অংশ নেবেন। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের ১৫০ বছরের ঐতিহ্য, দেশের অভূতপূর্ব উন্নয়নমূলক অগ্রগতি, শক্তিশালী সামরিক শক্তি, প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জীবনের সকল স্তরের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের এক অসাধারণ মিশ্রণ উদযাপনে থাকবে।
অনুষ্ঠানটি সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে এবং প্রায় ৯০ মিনিট ধরে চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মারক পরিদর্শনের মাধ্যমে এটি শুরু হবে, যেখানে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর, প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কুচকাওয়াজ দেখার জন্য কর্তব্যপথের অভিবাদন মঞ্চে যাবেন।
১০০ জন শিল্পীর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে কুচকাওয়াজ শুরু হবে, যেখানে "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" চিত্রিত করা হবে। হেলিকপ্টার আকাশ থেকে ফুল বর্ষণ করবে। কুচকাওয়াজ পরিচালনা করবেন লেফটেন্যান্ট জেনারেল ভবনীশ কুমার। কর্তব্যপথে বিশ্ব ভারতের শক্তির সাক্ষী হবে। সামরিক শক্তির এক অনন্য সঙ্গম দেখা যাবে। রাফাল, সুখোই এবং জাগুয়ারের মতো বিমানগুলি স্টান্ট প্রদর্শন করবে। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামরিক শক্তির এক দর্শনীয় ঝলক দেখা যাবে। বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০,০০০ বিশেষ অতিথিকে কুচকাওয়াজ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই বছরের কুচকাওয়াজে মোট ৩০টি ট্যাবলো থাকবে। এগুলি দুটি বিভাগে বিভক্ত, ১৭টি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এবং ১৩টি সরকারি মন্ত্রক ও বিভিন্ন বিভাগের।