
Prime Minister Narendra Modi on Vice President Jagdeep Dhankhar: বিদায়ী উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মঙ্গলবার বেলায় 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, 'শ্রী জগদীপ ধনকড়জি বিভিন্নভাবে দেশের সেবা করার অনেক সুযোগ পেয়েছেন। তিনি ভারতের উপরাষ্ট্রপতিও হয়েছেন। তাঁর সুস্বাস্থ্য কামনা করছি।' সোমবার রাতে হঠাৎই পদত্যাগ করার কথা জানান উপরাষ্ট্রপতি। তিনি অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন না এর পিছনে অন্য কোনও কারণ আছে, সে বিষয়ে দেশজুড়ে জল্পনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর পোস্টেও উপরাষ্ট্রপতির পদত্যাগের কারণ জানানো হয়নি। শুধু অসুস্থতার কথা জানানো হয়েছে। ফলে এখনও এ বিষয়ে জল্পনার অবসান হয়নি। উপরাষ্ট্রপতির দফতরের পক্ষ থেকে আর নতুন করে কোনও তথ্য দেওয়া হয়নি।
২৫ জুন উত্তরাখণ্ডের (Uttarakhand) নৈনিতালে (Nainital) গিয়ে অসুস্থ হয়ে পড়েন উপরাষ্ট্রপতি। তিনি কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের (Kumaon University) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে যান। সেখানে ভাষণ দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি ছাড়াও ছিলেন প্রাক্তন সাংসদ তথা উত্তরাখণ্ড হাইকোর্টের (High Court of Uttarakhand) আইনজীবী মহেন্দ্র সিং পাল (Mahendra Singh Pal)। ১৯৮৯ সালে ধনকড় ও মহেন্দ্র। নৈনিতালের সাংসদ ছিলেন মহেন্দ্র। রাজস্থানের (Rajasthan) ঝুনঝুনুর (Jhunjhunu) সাংসদ ছিলেন ধনকড়। সেই সময় থেকেই তাঁদের বন্ধুত্ব। বুধবার পুরনো বন্ধুকে দেখতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ধনকড়। তিনি কথা বলার সময় পুরনো বন্ধুর কাঁধে মাথা দিয়েই সংজ্ঞা হারান। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে ছুটে যান চিকিৎসকরা। উপরাষ্ট্রপতির চিকিৎসা শুরু হয়। এরপর তিনি স্থিতিশীল অবস্থায় ফেরেন। তাঁকে রাজভবনে নিয়ে যাওয়া হয়।
সোমবার সংসদের বাদল অধিবেশন (Winter Session of Parliament) শুরু হয়েছে। সেদিনই পদত্যাগ করেছেন উপরাষ্ট্রপতি। তিনি এবার সম্পূর্ণ বিশ্রামে থাকবেন না অন্য কোনও পদ গ্রহণ করবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।