বেলাভূমিতে হাতে দণ্ডের মতো ওটা কি, ফাঁস করলেন মোদী নিজেই, জানেন কীভাবে কাজ করে এটি

  • মামাল্লাপুরমের বেলাভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে থাকা একটি দণ্ডের মতো বস্তু ঘিরে কৌতূহল তৈরি হয়েছিল
  • প্রধানমন্ত্রী জানালেন সেটি একটি আকুপ্রেসার রোলার
  • এই যন্ত্র রিফ্লেক্সোলজির উপর ভিত্তি করে কাজ করে
  • মানসিক ও শারীরিক চাপ কমাতে সহায়ক হয়

 

amartya lahiri | Published : Oct 13, 2019 9:16 AM IST / Updated: Oct 13 2019, 03:03 PM IST

মামাল্লাপুরমের বেলাভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জঞ্জাল সাফাইয়ের ছবি ভাইরাল হয়েছে। সেই সঙ্গে মানুষের মনে প্রবল কৌতুহল জন্মেছিল, প্রধানমন্ত্রীর হাতে দণ্ডের মতো একটি বস্তু নিয়ে। জিনিসটা কি তাই নিয়ে সোশ্য়াল মিডিয়ায় বহু চর্চা হয়েছে গত ২৪ ঘন্টায়। এবার প্রধানমন্ত্রী নিজেই খোলসা করলেন বিষয়টা।

মোদীর হাতে কী?

রবিবার প্রধানমন্ত্রী টুইট করে জানালেন, অনেকেই প্রশ্ন করেছেন, তাঁর হাতের বস্তুটি নিয়ে। সেটি আসলে একটি আকুপ্রেসার। মোদী জানান, তিনি মাঝে মাঝেই এটি ব্যবহার  করে থাকেন। তাঁর মতে এই যন্ত্রটি অত্যন্ত কাজের। এর সঙ্গে তিনি হাতে আকুপ্রেসার নিয়ে থাকা একটি ছবিও পোস্ট করেছেন।

কি এই আকুপ্রেসার?

আকুপ্রেসার রোলার যন্ত্র রিফ্লেক্সোলজি এবং স্নায়ুর উদ্দীপনা এবং রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে কাজ করে। এটি হাত এবং পায়ের হাজার হাজার স্নায়ুর উদ্দীপনা বৃদ্ধি, এবং দেহে রক্ত প্রবাহ বৃদ্ধি করে। এর ফলে মানসিক চাপ, টেনশন থেকে মুক্তি মেলে। মন এবং শরীর দুইই শিথিল হয়।

 

Share this article
click me!