২৫ বছর ধরে মোদীকে রাখি পরান তাঁর 'পাকিস্তানি বোন', করোনা মহামারির বছরে কী হবে

দুই দশকের বেশি সময় ধরে নরেন্দ্র মোদীকে রাখি পরান তাঁর পাকিস্তনি বোন

কিন্তু এই বছর বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস মহামারি

৩ অগাস্ট রাখি উৎসব উদযাপনেও পড়েছে তার ছায়া

কামার মহসিন শেখ কি তাহলে রাখি পরাতে পারবেন না মোদীকে

 

বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস মহামারি। বিভিন্ন দেশের মধ্যে সীমান্তগুলি আপাতত বন্ধ। এরমধ্যে ৩ অগাস্ট রাখি উৎসব কতটা পালন করা যাবে তাই নিয়ে সংশয় রয়েছে। তার উপর ভারত-পাকিস্তান সম্পর্ক এখন মোটেই ভালো নয়। কিন্তু, এইসব কিছুই আটকাতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর পাকিস্তানি বোন কামার মহসিন শেখের ভালবাসাকে। প্রতিবছরের মতো এই বছরও মোদীর জন্য আসছে রাখি।

দুই দশকেরও বেশি সময় হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাখি বেঁধে দেন কামার মহসিন শেখ। পাকিস্তান থেকে ভারতে এসে এক ভারতীয়কে বিয়ে করেছিলেন তিনি। স্বামীর সঙ্গে দিল্লি সফর করার সময়ে তাঁর সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রধানমন্ত্রী মোদীর। তবে তখন মোদী নেহাতই এক আরএসএস কর্মী। এরপর স্বামী-সংসার নিয়ে গুজরাতের আহমেদাবাদেরই স্থায়ী বাসিন্দা হয়ে যান কামার মহসিন শেখ।

Latest Videos

সংবাদ সংস্থা এএনআই-কে কামার জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির এই সময়ে তিনি তাঁর ভাই-এর জন্য বিশেষ প্রার্থনা করবেন। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী মোদী সময় পেলে তাঁকে ঠিক ডেকে নিতেন। কিন্তু এখন তিনি খুবই ব্যস্ত। তাই তাঁকে কুরিয়ারে করেই রাখি পাঠিয়েছেন।

সঙ্গে পাঠিয়েছেন একটি চিঠি। রাখির দিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করবেন। আর ওইদিন ভিডিও কলের মাধ্যমে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হবে বলেও আশা করছেন তিনি। তবে, এইবার তাঁর মোদীকে রাখি পরানোর ২৫ বছর পূর্ণ হবে। কিন্তু মহামারির কারণে মোদীর কাছে তাঁর যাওয়া হচ্ছে না। তাই মনে মনে একটু দুঃখ তো রয়েইছে।

 

Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari